আমাদের কথা খুঁজে নিন

   

হালকা মনে পা দাও দুই নৌকায়!!

অন্ধকার দেয়ালে তোমার আলো জন্ম দেয় মিথ্যে ছায়াকে.....

বিশ্বকাপের কারনে এই কয়দিন প্রচুর হিন্দি বিজ্ঞাপন দেখতে হলো। অন্য সময়েও দেখতে হয়। প্রায়শই বিজ্ঞাপন গুলো বেশ অশ্লীল এবং ১৮+ অর্থবোধক হয়ে থাকে। AXE ডিও স্প্রে আর সেটওয়েটের বিজ্ঞাপন গুলো তো প্রায়ই পরিবার পরিজনের সামনে বিব্রতকর অবস্থায় ফেলে দিতে সক্ষম। যাইহোক,ইদানিং যে দু’টি বিজ্ঞাপন বেশ নজর কাড়ছে সেগুলো এরকম- এক ব্যাক্তি কিছু একটা কিনে কাউন্টারে টাকা জমা দিতে গেছে।

কিন্তু কাউন্টারের মহিলার কাছে ভাংতি নাই। খদ্দেররের মোবাইল দেখে মহিলার কি ধারনা হল জানিনা,মহিলাটি ‘স্যরি,নো চেনজ়’ বলে দুটা চকলেট ধরিয়ে দিল। মানে খুচরার না থাকায় চকলেট দিয়ে দিল আরকি (দিতেই পারে)। কিছুক্ষন পর নায়ক এসে উপস্থিত কাউন্টারে। সাথে তার ‘অমুক ব্র্যান্ডের’ মোবাইল সেট।

এক্ষেত্রেও কাউন্টারের মহিলার কাছে ভাংতি নেই। কিন্তু নায়কের ‘অমুক ব্র্যান্ডের’ মোবাইল সেট দেখে তিনি ভাংতি নাই-এই কথা জানিয়ে ধরিয়ে দিলেন কনডম! বাহ,কি সোন্দর। ঐ মোবাইল সেট দেখে কাউন্টারের মহিলা বুঝে গেলেন,এই ব্যাক্তি চকলেট খায় না,উনার দরকার কনডম। কত মহান শিক্ষা। অবশ্য কোনো মেয়ের হাতে ঐ মোবাইল সেট থাকলে তাকে নরডেট ২৮ (যেন কাশফুলের নরম ছোয়া) দেয়া হবে কিনা তা অবশ্য ক্লিয়ার হলো না।

। এবার আসল বিজ্ঞাপনটির কথায় আসি। সব বিপননেরই একটা মোটো থাকে, যেমন : গ্রামীন ফোন-কাছে থাকুন,রবি-জ্বলে উঠুন আপন শক্তিতে ইত্যাদি। মাইক্রোম্যাক্সেরও আছে। সেটা কিরকম? বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, জিমনেশিয়ামে দুই তরুন।

একজন তার বান্ধবীর সাথে কথা বলে ফোন রাখতেই ১ম জনের জিজ্ঞাসা- -গার্লফ্রেন্ড? -হ্যা। সামান্থা, ফার্ষ্ট ইয়ার। ১ম জন আবারো জিজ্ঞাসা,কার্লি হেয়ার?? ২য় জন বলে,হ্যা। একপর্যায়ে দু জনেই সন্দিহান হয়ে পরে,যে তাদের দুজনের গার্লফ্রেন্ড-ই এক সামান্থা। যাইহোক,হঠাত প্রথম জন বলে,সে কি কালো কালারের মোবাইল ইউজ করে? এটা শুনে ২য় জন স্বস্তির নিঃস্বাস ফেলে।

কারন তার গার্লফ্রেন্ড সামান্থার মোবাইলের কালার লাল। দুজনেই খুশিমনে সন্দেহমুক্ত হয়। কিন্তু আসল ব্যাপার পরের সিনেই ক্লিয়ার হয়। মাইক্রোম্যাক্সের সেটের কালার এখন চেনজ় করা যায়। এই কারনেই সামান্থা পার পেয়ে গেছে।

শুধু তাই নয়,এবার সামান্থা মোবাইলের কালার হলুদ বানিয়ে আরেকজনের গলায় বাদর ঝোলা ঝুলছে! আহা,এমনিই কি বলা হয় রঙ্গিলা প্রেম?? মাইক্রোম্যাক্সের প্রতি কালারের জন্য একটা করে বয়ফ্রেন্ড। কি দুর্দান্ত অফার! মানুষের সাথে প্রতারনা করার কি অসাধারন শিক্ষা। যাইহোক,বলছিলাম সব বিপননেরই একটা মোটো থাকে। উপরের বিজ্ঞাপন গুলো ইন্ডিয়ান। তো আমাদের দেশে মাইক্রোম্যাক্সের মোটোটা কী?? উপরের বিজ্ঞাপনটি দেখুন।

দেশের তরুনদের আস্বস্ত করা হচ্ছে, ‘এবার হালকা মনে দুই নৌকায় পা দিতেই পার!’ দিতেই পার! হালকা মনে!! কি অসাধারন শিক্ষা! বলার কিছুই নাই। বোঝার আছে অনেক কিছুই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।