আমাদের কথা খুঁজে নিন

   

'ক্রসফায়ারের' অভিযোগে র‌্যাবের বিরুদ্ধে মামলা



বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Tue, Apr 26th, 2011 10:52 pm BdST Click This Link আপনাদের প্রতিবাদে কাজ হচ্ছে ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীকে 'পরিকল্পিতভাবে ক্রসফায়ারে' হত্যার অভিযোগে র‌্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিরা হলেন, র‌্যাব-১১ এর জেসিও নায়েব সুবেদার ইউনুস আলী, এবি মিজানুর রহমান, ল্যান্স নায়েক আল আমীন, কনস্টেবল বিপুল বিশ্বাস, আমিনুল ইসলাম, আমজাদ হোসেন এবং তিতাস উপজেলার চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার ও একই এলাকার মনির হোসেন ও মো. আব্দুল্লাহ। কুমিল্লার তিতাসের জিয়ারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামকে হত্যার অভিযোগে মামলাটি করেছেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার। র‌্যাবের ছয় সদস্য ও উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারসহ নয়জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সোমবার মামলাটি হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তাহমিনার আইনজীবী কাজী নজিব উল্লাহ হিরু। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করে সন্ত্রাসবিরোধী বিশেষ বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতবছরের ডিসেম্বরে এক প্রতিবেদনে র‌্যাবের বিরুদ্ধে গত পাঁচ বছরে এক হাজারেরও বেশি বিচার-বহিভূর্ত হত্যাকাণ্ডের অভিযোগ আনে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) নামে নিউইয়র্ক ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন। হিরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার মামলাটি দায়ের করা হলেও মামলাটিতে কোনো আদেশ হওয়ার পর মামলা দায়েরের খবরটি সাংবাদিকদের জানাতে চেয়েছিলেন তিনি [তাহমিনা]। "কিন্তু মঙ্গলবারসহ দুদিন পার হয়ে গেলেও হাকিম কোনো আদেশ দিতে পারেননি। আগামি ২ মে তারিখে আদেশ দেওয়া হবে বলে হাকিম জানিয়েছেন। " ঢাকা মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান অভিযোগ সম্পর্কে সোমবার বাদির জবানবন্দি নিয়েছিলেন বলে জানান আইনজীবী।

মামলার অভিযোগে বলা হয়, চেয়ারম্যান পারভেজ নির্বাচিত হওয়ার পর গোমতি নদীর দক্ষিণ পাড়ের ভূমিহীনদের উচ্ছেদ করে তা নিজে আÍসাৎ করার পদক্ষেপ নিলে শফিকুল ইসলাম বাধা হয়ে দাঁড়ায়। এ কারণে বিভিন্ন সময় আসামি পারভেজ তার স্বামীকে খুন করে লাশ গুম করার হুমকি দেয়। এ ব্যাপারে থানায় একাধিক সাধারণ ডাইরিও রয়েছে। 'তার এই বাধা অপসারণের জন্য তার পোষা সন্ত্রাসী মনির হোসেন ও আব্দুল্লাহের যোগসাজসে র‌্যাব-১১-এর সদস্যদের দিয়ে পারভেজকে ক্রসফায়ারে দিয়ে হত্যা করে। ' আসামি ইউনুস আলীর সঙ্গে আসামি পারভেজ, মনির হোসেন ও আব্দুল্লাহের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল ঢাকার যাত্রাবাড়ীর পেট্রল পাম্পের পূর্ব পাশে শফিকুল ইসলামকে নিহত অবস্থায় পাওয়া যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.