আমাদের কথা খুঁজে নিন

   

ক্রসফায়ারের ভয় দেখিয়ে ছিনতাই করেছে র‌্যাব : যাওয়ার উপায় নাই

সারা বিশ্ব উন্নয়নের জোয়ারে ভাসুক

ক্রসফায়ারের ভয় দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগে তিন র‌্যাব সদস্যকে গ্রেপ্তারের পর শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সহকারী পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাও রয়েছেন। বেসরকারি একটি বিজ্ঞাপনী সংস্থার এক কর্মকর্তার দায়ের করা মামলায় তিন র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সাজ্জাদ সেলিম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা মহানগর আদালতের মাধ্যমে শুক্রবার তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত র‌্যাব সদস্যরা হলেন, সহকারী পুলিশ সুপার (এএসপি) শোয়েব আহমেদ, সেনাবাহিনী থেকে আসা সৈনিক পদমর্যাদার শহিদুল ইসলাম ও সাগর চন্দ্র।

তারা তিনজনই র‌্যাব-৩ এ কর্মরত ছিলেন। বুধবার ছিনতাইয়ের পর বৃহস্পতিবার টিআই প্যারেডে তাদের সনাক্ত করেন অভিযোগকারী ব্যবসায়ী তাজুল ইসলাম হিরণ। র‌্যাব-৩ উপ-পরিচালক মেজর খায়রুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিক তদন্তে ছিনতাইয়ে তিন র‌্যাব সদস্যের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের পুলিশের কাছে তুলে দেওয়া হয়। "মতিঝিল থানার আর কে মিশন রোডের ফেয়ার অ্যাডভার্টাইজিং-এর বিপণন বিভাগের পরিচালক তাজুল ইসলাম হিরণ (৩০) গত বৃহস্পতিবার মতিঝিল থানায় একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, বুধবার সন্ধ্যা সোয়া ৮টার দিকে রাহবার পরিবহনের একটি বাসে রামপুরা যাওয়ার পথে কমলাপুর ৬ নম্বর বাস কাউন্টারে কাছে র‌্যাব পরিচয়ে কয়েকজন বাসটি থামায়।

তারা হিরণকে একটি জিপে তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন দোয়েল চত্বরের কাছে নিয়ে গিয়ে ক্রয়ফায়ারের ভয় দেখিয়ে ১০ লাখ ৮৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। হিরণ জানান, পরে তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। ছাই রঙের ওই জিপে থাকা তিন ব্যক্তির মধ্যে একজন পোশাক পরা ছিল। ঘটনার পর র‌্যাব সদর দপ্তরে একটি অভিযোগও জমা দেন হিরণ। এর পরিপ্রেক্ষিতে তা তদন্ত করে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে হিরণকে রাজধানীর টিকাটুলীতে র‌্যাব-৩ কার্যালয়ে ডেকে নেয়া হয়। সেখানে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডে (সনাক্তকরণ মহড়া) ছিনতাইকারী র‌্যাব সদস্যদের সনাক্ত করতে বলা হলে শোয়েব, শহিদুল ও সাগরকে সনাক্ত করেন হিরণ। রাতেই তাদের মতিঝিল থানায় সোপর্দ করা হয় বলে ওসি সাজ্জাদ সেলিম জানান। তিনি বলেন, "ছিনতাই হওয়া টাকার মধ্যে প্রায় সাড়ে সাত লাখ টাকা উদ্ধার করা হয়েছে। "র‌্যাব কর্মকর্তা খায়রুল জানান, অভিযুক্ত তিন জনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ নিয়ে বিভাগীয় পর্যায়ে তদন্তও চলছে। ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রসফায়ারের ভয় দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগে তিন র‌্যাব সদস্যকে গ্রেপ্তারের পর শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সহকারী পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাও রয়েছেন। বেসরকারি একটি বিজ্ঞাপনী সংস্থার এক কর্মকর্তার দায়ের করা মামলায় তিন র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সাজ্জাদ সেলিম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা মহানগর আদালতের মাধ্যমে শুক্রবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত র‌্যাব সদস্যরা হলেন, সহকারী পুলিশ সুপার (এএসপি) শোয়েব আহমেদ, সেনাবাহিনী থেকে আসা সৈনিক পদমর্যাদার শহিদুল ইসলাম ও সাগর চন্দ্র। তারা তিনজনই র‌্যাব-৩ এ কর্মরত ছিলেন। বুধবার ছিনতাইয়ের পর বৃহস্পতিবার টিআই প্যারেডে তাদের সনাক্ত করেন অভিযোগকারী ব্যবসায়ী তাজুল ইসলাম হিরণ। র‌্যাব-৩ উপ-পরিচালক মেজর খায়রুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিক তদন্তে ছিনতাইয়ে তিন র‌্যাব সদস্যের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের পুলিশের কাছে তুলে দেওয়া হয়। " মতিঝিল থানার আর কে মিশন রোডের ফেয়ার অ্যাডভার্টাইজিং-এর বিপণন বিভাগের পরিচালক তাজুল ইসলাম হিরণ (৩০) গত বৃহস্পতিবার মতিঝিল থানায় একটি মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, বুধবার সন্ধ্যা সোয়া ৮টার দিকে রাহবার পরিবহনের একটি বাসে রামপুরা যাওয়ার পথে কমলাপুর ৬ নম্বর বাস কাউন্টারে কাছে র‌্যাব পরিচয়ে কয়েকজন বাসটি থামায়। তারা হিরণকে একটি জিপে তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন দোয়েল চত্বরের কাছে নিয়ে গিয়ে ক্রয়ফায়ারের ভয় দেখিয়ে ১০ লাখ ৮৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। হিরণ জানান, পরে তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। ছাই রঙের ওই জিপে থাকা তিন ব্যক্তির মধ্যে একজন পোশাক পরা ছিল। ঘটনার পর র‌্যাব সদর দপ্তরে একটি অভিযোগও জমা দেন হিরণ।

এর পরিপ্রেক্ষিতে তা তদন্ত করে র‌্যাব। বৃহস্পতিবার রাতে হিরণকে রাজধানীর টিকাটুলীতে র‌্যাব-৩ কার্যালয়ে ডেকে নেয়া হয়। সেখানে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডে (সনাক্তকরণ মহড়া) ছিনতাইকারী র‌্যাব সদস্যদের সনাক্ত করতে বলা হলে শোয়েব, শহিদুল ও সাগরকে সনাক্ত করেন হিরণ। রাতেই তাদের মতিঝিল থানায় সোপর্দ করা হয় বলে ওসি সাজ্জাদ সেলিম জানান। তিনি বলেন, "ছিনতাই হওয়া টাকার মধ্যে প্রায় সাড়ে সাত লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

"র‌্যাব কর্মকর্তা খায়রুল জানান, অভিযুক্ত তিন জনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে বিভাগীয় পর্যায়ে তদন্তও চলছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.