আমাদের কথা খুঁজে নিন

   

চিরন্তন



মহারাজা কৃষ্ণচন্দ্র গোপালের সাথে একদিন রসিকতা করার জন্য বললেন “গোপাল কাল রাতে তোমাকে স্বপ্নে দেখলাম,তুমি আর আমি কোথায় যেন যাচ্ছি , কিছুদূর যাও্য়ার পর তুমি পড়ে গেলে বিষ্টা’র গর্তে র আমি পড়ে গেলাম মধুর গর্তে । এই বলে মহারাজ প্রচন্দ হাসতে লাগলেন গোপাল ও ছাড়বার পাত্র নয়, গোপাল বলা শুরু করল এবার “মহারাজ আশ্চযের কথা হল আমিও একই স্বপ্ন দেখেছি তবে আমি দেখেছি পরের টুকু” মহারাজ উৎসাহের সঙ্গে জিজ্ঞাসা করলেন স্বপ্নের পরের টুকু , গোপাল তখন বলা শুরু করলো “তাতে দুজনার যা অবস্থা হল তাতে ঐভাবে তো পথ চলা যায় না , তাই আমরা জলাশয় এর সন্ধান করতে লাগলাম কিন্তু জলাশয় এর সন্ধান পেয়ে অগত্যা আমি আপনার শরীর আর আপনি আমার শরীর চাটতে লাগলেন” । একথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র এর বমির উদ্দ্রেক হল এবং মহারাজা বু্যতে পারলেন গোপাল কে জব্দ করা কতটা বিপদের । গল্পটা সবারই জানা কিন্তু আমাদের কর্তা ব্যক্তিরা গল্পটা কে বাস্তবে রূপ দেওয়ার জন্যই হয়তো শহরের প্রত্তেক্টি রাস্তাই গর্ত থাকলেও সেটা ঠিক করার পদক্ষেপই নিতে চাননা । তারা হয়তো গল্পের প্রথম টুকুই ভাবেন এবং মনে করেন তাদের সাথে থাকা তথাকথিত গোপাল ভাঁড়ের সঙ্গে তারাও মধুর গর্তে পথিত হবেন ।

এই জন্যই হয়তো তাদের রাস্তা গুলো সংষ্কারের প্রতি তাদের এত অনীহা, কিন্তু তারা গল্পের পরের অংশটুকু তো ভুলেই যান তার সাথে এও ভুলে যান সেইসব রাস্তায় তাদের পদচারনাই বা কতটুকু পরে,আর সেই রাস্তাগুলো যাদের দৈনন্দিন পদচারনাই মুখর হয় তারা যানে বিষয় টা কতটা নির্মম । আমদের কর্তা ব্যক্তিরা আরও কিছু বিষয়ে আমাদের খেয়াল রাখেন , জীবিকার প্রয়োজনে অনেক মানুষ কে তাদের গ্রাম ছেড়ে পারি জমাতে হয় রাজধানী ঢাকাতে, কিন্তু তাদের অনুভবে রয়ে যায় সেই গ্রামীন মেঠোপথ যেখানে তাদের বেড়ে ওঠা, আর তাই আমাদের কর্তা ব্যক্তিরা রাজধানী শহরের রাস্তা গুলোকে সংষ্কারের কনো প্রয়োজনই মনে করেন না যার ফলে রাস্তা গুলোর অবস্থা হয় সেই গ্রমীন মেঠো পথের মত । আর যারা নদী দেখতে ভালবাসেন তাদের জন্যও আছে ব্যবস্থা , একটু বৃষ্টি হলেই আমাদের রাস্থা ঘাট গুলো খুব সাবলীল ভাবে পানির নিচে তলিয়ে যায় এবং সেই পানি নিষ্কাশনের কোন ব্যবস্থাও নেয়া হয়না কেনই বা নেয়া হবে এত সুন্দর নির্মল গ্রামীন পরিবেশ থেকে নিশ্চই আমাদের বঞ্চিত করতে চান না আমাদের কর্তা ব্যক্তিরা । সত্যিই মহান তারা, মহান তাদের চিন্তা চেতনা, তারা না থাকলে এই যান্ত্রিক শহরে যান্ত্রিকতার গহবরে পরে আমরা ভুলে বসতাম আমাদের সেই চিরচেনা গ্রামীন পরিবেশ । আসুন আমরা আমাদের কর্তা ব্যক্তিদের সাধুবাদ জানাই, তারা সত্যিই যোগ্য জন-প্রতিনিধি, তারা আমদের অনেক খেয়াল রাখেন তাদের জানাই ধন্যবাদ ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।