আমাদের কথা খুঁজে নিন

   

হ্যালো মুক্তমন: একটি ভালো এফ এম রেডিও চ্যানেল চাই

মুহুর্তকে বিনোদন ভাবতে চাই!

দেশে প্রচলিত যতগুলো স্টেশন আছে তার কোনটিই সুষম নয়। পুরোটা সময় জুড়ে খাকে একটি নির্দিষ্ট শ্রেণীকে উদ্দেশ্য করে তৈরী অনুষ্ঠান। আর উপস্থাপক/উপস্থাপিকা-রা যেন সার্কাসের ক্লাউন। দুনিয়ার সবকিছুই তাদের কাছে হালকা বিষয়। বিদেশে দেখেছি রেডিও চ্যানেল সবার জন্য।

গৃহিনী রান্নার সময় যেমন রেডিও শোনে, তেমনি পদাথর্বিদ্যার ছাত্র রেডিও থেকে জানতে পারে তার বিষয়ের সাম্প্রতিক ও ইন্টারেস্টিং আলোচনা। পাঠক জানতে পারে বইয়ের রিভিউ। সকল স্বাদের সঙ্গিত সেখানে বাজানো হয়, বিম্ববিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষকেরা সেখানে সরাসরি আলোচনায় অংশ নেয়। এছাড়া মুভি রিভিউ, রেন্ট্রুরেন্ট রিভিউ, সরকারী নীতির পর্যালোচনাতো থাকেই। দয়া করে কেউ কি এমন একটি রেডিও স্টেশন বানাতে পারে না যা শুধু জিন্স-টিশার্টের মধ্যে সীমাবদ্ধ নয়? *************************************************** লেখককে অনেক ধন্যবাদ এমন একটি লেখার জন্যে।

আপনি জানেন যে আরো ৮টি নতুন এফএম রেডিও আসছে আমাদের দেশে। আপনি ১০০০% নিশ্চিত থাকতে পারেন যে, এই ৮টার মধ্যে অন্তত একটি এফএম রেডিও আপনার চাওয়া পাওয়াকে অনেক অনেক গুরত্ব দেবে। গুরুত্ত দেবে ফ্রেন্ডলি বাংলা ভাষার ব্যাবহারে, আর সবচেয়ে বেশী গুরুত্ব দেবে আমার আপনার চাওয়াকে। আবারো আপনাকে ধন্যবাদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।