আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিকের ঈশ্বর "বিবেক"।সুবিধাবাদী মতবাদ।আস্তিকদের বাধা।



আজকাল কিছু মানুষ দেখা যায় যারা নিজেকে মুক্তমনা দাবী করে। তাদের দাবী পৃথিবীতে একমাত্র তারাই মুক্তচিন্তার অধিকারী বিজ্ঞানমনষ্ক মানুষ। তাদের চোখে আস্তিকরা অন্ধবিশ্বাসী গোঁড়া। মোটামুটি সবসময় সবকালে আস্তিক নাস্তিক একটা বুদ্ধিবৃত্তিক সংঘর্ষ লেগেই ছিল। নাস্তিকরা আস্তিকদের বিভিন্নভাবে CONVINCE বিভিন্ন যুক্তি তর্কের অবতারনা করেছে,করছে।

তেমনি আস্তিকরা ও বিভিন্ন দার্শনিক ARGUMENT ব্যবহার করে থাকে। তার মধ্যে একটি অত্যন্ত জন্যপ্রিয় যুক্তি। যার নাম ARGUMENT OF MORALITY এ এর মাধ্যমে তারা বলতে চায় পৃথিবীতে স্রষ্টার অস্তিত্ব না থাকলে MORALITY থাকে না। মানুষ যে কোন খারাপ কাজ করতে পারে। এর জবাব হিসেবে নাস্তিকরা বলে ,আমাদের বিবেক বলতে একটা জিনিস আছে।

বিবেকের তাড়নায় মানুষ খারাপ কাজ করবে না। যদি ঈশ্বর মানে হয় এমন এক স্বত্বা যা আমাদের বিভিন্নরকম আইনকানুন দিবে ,যা মানবতার উওরন ঘটায় সাথে সাথে সুন্দর একটি সমাজ ব্যাবস্থা গঠনে গুরুত্ব পুর্ন ভুমিকা রাখে। তাহলে নাস্তিকদের কথা অনুযায়ী সে স্বত্বা টা হচ্ছে বিবেক। তারা বিবেককেই তাদের স্বত্বা হিসেবে গ্রহন করে নেয়। তবে মানুষের মাঝে আরেকটি স্বত্বা আছে প্রবৃত্তি।

আর এ প্রবৃত্তি অনেক ক্ষেত্রে বিবেককে পরাজিত করে। আর যখন বিবেক ই স্রষ্টা হয়ে যায় তখন বিবেকের কাছে বৈধ করার জন্য তারা বিভিন্ন জিনিসের আশ্রয় নেয়। যেমন-যখন ডারউইন তার “survival of the fittest “ তত্ত্বটি দিল তখন এ তত্ত্বের উপর social darwinism’ concept grow করল। মানুষ বুঝতে পারল যুদ্ধ করা প্রাকৃতিক নিয়ম। বড় মাছ ছোট মাছগুলোকে খাবে।

এ নীতিতে হিটলার,স্ট্যালিন,মুসোলিনী,ফ্রাংকো,মাও সেতুং রা মানুষ মারল। এ নীতি বিবেক বাধা দেবে না কারন তার পেছনে আছে একটি ভুল তত্ত্ব । বিবেক সায় দিয়ে গেল। #এক লোক একা এ পৃথিবীতে, তার অনেক টাকা। আরেকজনের সংসারে ৫ জন সদস্য কিন্তু কষ্টে জীবনযাপন।

টাকাওয়ালা লোক টাকে মেরে টাকাগুলো নিয়ে নিলে ৫ জন সুখে থাকতে পারবে। যুক্তি তখন বিবেক কে করবে পরাস্ত। # পতিতালয়ে যাব??এটা বিবেক বাধা দেবে না ,কারন এ যে জৈবিক চাহিদা। # পর্ন দেখব?বিবেক বাধা দেবে না ,কারন এ যে বয়সের দোষ, মাফ করা যায়। বিবেক আর কাজ করে না ।

সে পরাস্ত হয় প্রবৃত্তি,আবেগ,তথাকথিত যুক্তির কাছে। বিবেক ঈশ্বর হলে সুবিধা কি??? ১। ভুল করলে ও শাস্তির কোন ব্যবস্থা নেই (তাদের চিন্তা) ২। কারো নিকট জবাবদিহীতার কোন সম্ভাবনা নেই। (তাদের ধারনা) আস্তিকদের কি বিবেক নেই? আস্তিকরা দুটা জিনিসের কাছে বাধা।

বিবেক তো আছেই সাথে সাথে আছে একজন একক শক্তিমান স্বত্বা। বিবেকের কাছে হার মানলে ও স্রষ্টার ভয়ে (কারন স্রষ্টা নিষেধ করেছেন)অনেক খারাপ কাজ থেকে মুক্ত থাকে। তাই কোন খারাপ করার আগে নাস্তিকদের বাধা একটি। বিবেক। আর আস্তিকদের দুটি।

বিবেক+স্রষ্টা। তথাকথিত যুক্তি ও জ্ঞানের মাধ্যমে বিবেক কে অতিক্রম করতে পারলে ও স্রষ্টাকে পারা খুব কঠিন। কারন জবাবদিহীতা ও শাস্তির ভয় সেখানে আছে। তাই এ পৃথিবী আস্তিকদের হাতেই তুলনামুলক বেশি নিরাপদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।