আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিকের মন

কাগু ক্যান স্টার্ট অ্যা ফায়ার ইউজিং জাস্ট টু আইস কিউবস

ছুডকালে যখন নিজেরে এসেক্সুয়াল থাইকা, সেক্সুয়াল এবং মেইল হিসাবে ভাবন শুরু করলাম তখনকার কথা । মানে পিউবার্টির আমলে আর কি । টুকটাক সাহিত্য পড়া শুরু করছি । অনেক কামেল লুকের আক্ষেপ দেখতাম নারীর মন নিয়া । হা-হুতাশ ।

নারীর মন বুঝতে না পাইরা । এক বিখ্যাত লুকতও ডাইলগই দিয়া ফেল্লো, নারীর মন বুঝা খোদার পক্ষেও সম্ভব না । আরেকজন নারীর মন বৈলা একটা পুরা বই-ই পয়দা করছিল । নিজেরো একটু অভাগা মনে হৈত । হালায় খালি মাইয়া বৈলাই অরা এত এতেনশন পায় ।

আর আমরা কি গাঙের জলে ভাইসা আইছি নাকি । কয়দিন ধৈরা গিয়ানী লুকের বলগিয় ছহিহ বয়ানে পুরান দুস্কডা আরেকটু জাইগা উঠলো । ঠিক জাইগা উঠলো না একটু নিভলোও মনে হয় । নাস্তিকের মন নিয়া অনেকেই গিয়ানগর্ভ আলুচানা দিতাছে । কমেন্টে, লেখায়, বাঁকা কথায় ।

নিজেরে তাও একটু ছেলিব্রেটি মনে হৈতাছে । তয় তখন যেরম মনে হৈছিল, হালায় নারীর মন নিয়া এত জানার থাকলে নারীরে গিয়াই জিগা , এত থিউরি, এত বৈ পয়দা করার দর্কার কি ? এখনও এইরামই মনে হৈতাছে । কেউ যেহেতু জিগানির দরকার মনে করার মত পরিমান পুছে না, তাই নিজে থাইকাই খুইলা ধরলাম । একটা সোজা মূলনীতি নিয়া আমি জগৎ সংসারের রুপ বিবর্তন কার্যকলাপ তথা নিজের জগৎদর্শন ঠিক করি । সেইটা হৈল যদ্দুর পর্যন্ত ডেটা দিয়া ব্যাকাপ দিতে পারমু তদ্দুর পর্যন্ত আমি একটা থিউরির পক্ষে আমি গলা ফাটাইয়া চিল্লাই ।

সায়েন্সও মূলত এইভাবে চলে । একটা সূত্র দিয়া তার পক্ষে যদ্দিন এক্সপিরিমেন্ট চালাইয়া ফল পাওন যায় তদ্দিন পর্যন্ত সেইটারে ঠিক ঠিক বৈলা জোর গলায় চিল্লানি যায় । এক্সপিরিমেন্টের ফল ইন্দ্রিয়গ্রাহ্য না হৈলে আবার তার ভ্যালু নাই । হুদা ইন্দ্রিয়গ্রাহ্য হৈলেও আবার চলবো না । একটা এক্সপিরিমেন্ট খালি একবার করা গেলেই হয় না ।

এক্সপিরিমেন্টের রেজাল্ট পরীক্ষা করার জন্য সেইটা পুনরাবৃত্তিযোগ্য হৈতে হৈব । আমি মাইপ্যা দেখছিলাম g এর মান ৯.৮ আছিল , অতএব সেইটা সত্য এই কথা বলার চান্স নাই যতক্ষণ পর্যন্ত আমি পাব্লিকের সামনে আবার মাইপা দেখাইতে না পারমু । এখন আমার প্রথম কথাটা ভুলও হৈতে পারে আবার ঠিকও হৈতে পারে । কিন্তু সেইটা ব্যাপার না । যেইটা আসল ব্যাপার হৈল, ভুল হোক বা ঠিক হোক, পাব্লিকের কাছে বিশ্বাস চাইলে আমার সেইটা আবার কৈরা দেখাইতে হৈব ।

যেইটা পঞ্চইন্দ্রিয় দিয়া বুঝা যায় না সেইটা নিয়াও সেইম কথা । তুমি সপ্তম ইন্দ্রিয় দিয়া বুইঝা ফালাইছো সেইটা সত্য কি মিথ্যা সেইটা কথা না, কথা হৈল আমারে সেইটা বিশ্বাস করাইতে হৈলে আমার পাঁচ ইন্দ্রিয় দিয়া বুঝতে পারি এমন কোন ব্যবস্থা তোমার করতে হৈব । সেইটা না কৈরা আমার মন নিয়া ফাল পাইড়া লাভ নাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।