আমাদের কথা খুঁজে নিন

   

শুধু তুমি

যদি কখনো আমায় ভুলে যাও প্রিয় যদি দীর্ঘ ক্ষিপ্ত পথ অবশেষে ভুল দরজায় যায় শেকড় অন্য জমি চায় যদি ভেবে নাও যদি ওষ্ঠদ্বয় আজ সশব্দে হরতালের কর্মসূচী দেয় যদি একটি গোলাপ হাতবদলের ঝুঁকিতে ফুলদানিকেই বেছে নেয় নির্লিপ্ত গদ্যে যদি মত্ত থাকে বই আমি তখুনি মরে যাই । প্রতিটিক্ষণ আমি কি তোমার নই? তুমি কি জানো- যদি স্পর্শ করি মাটি দৃশ্যাতীত ছাই অথবা বলিত বিদগ্ধ কাঠ, যা কিছু বিদ্যমান পাশে- সুগন্ধি, আলো, ধাতু, মায়াজল, মোহ নিয়ে যায় শুধু তোমার কাছে । যদি নৌকায় ধরি হাল পাল তুলে যাত্রা করে সে তোমার বদ্বীপে । দাদরার ছন্দে ঘিরে থাকা লবকুশ যত গ্রীবা-নখ-চুলের জ্যামিতিক ফলাফল খোঁজে, হাসির সৌরতাপ বোঝে, জানে না শুধু তুমি, প্রিয় শুধু তুমি, যদি তুমি না থাকো কাছে জানালায় আজ ফাগুনের পর পৌষ হানা দেয় । বিস্মৃতে কি অগ্নি নির্বাপিত নয়? প্রিয়, জেনে নিও তোমার অনুশীলনেই আমার পুনরাবৃত্তি ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.