আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তি

ইতিহাসের পেছনে ছুটি তার ভেতরটা দেখবার আশায়

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় শীর্ষস্থানটি দখল করেছেন মিসরের ৩০ বছর বয়সী ইন্টারনেট কর্মী ওয়ায়েল গোনিম। প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিরুদ্ধে গণআন্দোলনে জনগণকে ফেসবুকের মাধ্যমে একত্রিত করার কৃতিত্ব তার। জনপ্রিয় তারকাদের সঙ্গে মিসরের গণআন্দোলনের অখ্যাত এ নেতাও উঠে এসেছেন। বৃহস্পতিবার প্রকাশিত এ তালিকায় আরও আছেন জাপানের একজন চিকিত্সক। সম্প্রতিক ভূমিকম্প ও সুনামি বিপর্যস্ত মানুষদের ফেলে রেখে আসতে অসম্মত হওয়া জাপানি চিকিত্সক তাকেশি কানো আছেন এ তালিকায়।

আরো রয়েছেন জনপ্রিয় সঙ্গীত তারকা জাস্টিন বিবের ও মিডিয়া ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে। আছেন ফুটবল তারকা লিওনেল মেসি ও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টাইমের বিবেচনায় ২০১১ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়। তালিকায় রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোউসেফ, মিয়ানমারের গণতন্ত্রপন্থী আন্দোলনের নেত্রী অং সান সুচি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, অ্যারিজোনায় গুলিবর্ষণ থেকে বেঁচে যাওয়া কংগ্রেস সদস্য গ্যাব্রিয়েল গিফোর্ড, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমন কি ইরাকের মুকতাদা আল-সদরও এ তালিকায় রয়েছেন।

এ তালিকায় আরও রয়েছেন দক্ষিণ কোরিয়ার সঙ্গীতশিল্পী রেইন এবং কারাগারে আটক চীনা শিল্পী আই ওয়েইওয়েই। তৃতীয়বারের মতো অনলাইন ভোটে ‘দি পিপল’স চয়েস’ খেতাবটি জিতে নিয়েছেন রেইন। প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা : ওয়ায়েল গোনিম, যোসেফ স্টিগলিটজ, রিড হেসটিঙ্গস, এমি পোয়েহলার, জেফরি কানাডা, মার্ক জুকারবার্গ, পিটার ভেস্টারবাকা, এঞ্জেলা মার্কেল, জুলিয়ান অ্যাসাঞ্জ, রন ব্রুডার, লামিদো সানুসি, কোলিন ফার্থ, এমি চুয়া, জো বাইডেন, জেনিফার ইগান, কিম ক্লিস্টারস, আহমেদ সুজা পাশা, অং সান সুচি, করি বুকার, গ্র্যাবরিল গিফোর্ডস, কাতসুনোবু সাকুরাই, মিশেল ওবামা, পল রায়ান, অ্যাই ওয়েইওয়েই, রব বেল, ফাথি টার্বিল, ডিলমা রোওসেফ, টম ফোর্ড, লিয়াঙ্গ জুয়াঙ্গিল, সু সাভেজ রামবাও, তাকেশি কানো, নিকোলাস সারকোজি, মিশেল ব্যাচম্যান, সাদ মোহসেনি, খ্রিস ক্রিস্টি, ম্যাথু ওয়েনার, লিজা জ্যাকসন, জঁ-ক্লদ থ্রিশে, জাস্টিন বিয়েবার, প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন, জো স্কারবোরাফ, ব্লেক লাইভলি, হিলারি ক্লিনটন, মুক্তদা আল-সদর, আনোয়ার আল-আওলাকি, কিম জং উন, সাইফ আল-ইসলাম গাদ্দাফি, হাসান নাসরাল্লাহ, নাথান উলফি, অপরাহ ইউনফ্রে, সারজিও মারশিওন, মাহেন্দ্র সিং ধোনি, ফেলিসা উলফে-সিমন, এসথার ডাফলো, রেইন, ল্যারি পেজ, মিয়া ওয়াসিকোস্কা, ডেভিড ক্যামেরন, জন ল্যাসেটার, মারিয়া বশির, মুকেশ আম্বানি, খ্রিস কোলফার, মেজর জেনারেল মার্গারেট উডওয়ার্ড, ব্রুনো মার্স, ডেভিড অ্যান্ড চার্লস কোচ, হুং হুয়াং, জেনারেল ডেভিড পেট্রায়ুস, ম্যাট দামোন অ্যান্ড গেরি হোয়াইট, সেসিল রিচার্ডস, জর্জ আর আর মার্টিন, মেরিন লে পেন, গ্র্যান্ট আশাটজ, ফয়সাল আব্দুল রউফ, এল জেনেহাল, জেমি ডিমোন, হেইডি মুরকোফ, স্টিং, জোনাথন ফ্রানজেন, ভিএস রামচন্দ্রন, মিশেল রী, মার্ক ওয়াহলবার্গ, রেবেকা ইটোন, জি জিনপিং, ক্যাথি গিয়ুসতি, আরিয়ানা হাফিংটন, বারাক ওবামা, লিওনেল মেসি, আজিম প্রেমজি, অরুণা রায়, রে চেম্বারস, স্কট রুডিন, জন বোয়েনার, ডিরিক রোসি, হু শুলি, বেঞ্জামিন নেতানিয়াহু, আয়মান মোহিলদিন, চার্লস চাও, বিনেটা ডিয়োপ, ধার্মা মাস্টার চেং ইয়েন ও প্যাটি স্মিথ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.