আমাদের কথা খুঁজে নিন

   

ট্রেন্ড মাইক্রো টাইটানিয়াম ইন্টারনেট সিকিউরিটি ২০১১: ১২ মাসের ফ্রি লাইসেন্স

আমি খুব সাধারণ
আজকে আরেকেটা ফ্রি (নট ক্র্যাকিং) ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যারের খোজ পেলাম। সেটি হলো: TREND MICRO TITANIUM INTERNET SECURITY 2011। আমি অলরেডি ব্যবহার করছি। শুরুতে চাইনিজ ভার্সন হিসাবে ইন্সটল হবে, যা খুব সহজেই ইংলিশে কনভার্ট করা যায়। এই সিকিউরিটি সফটওয়্যার সম্বন্ধে অনেকেই হয়তো জানেন, পিসি ম্যাগাজিন ও সিনেট (cnet.com) রিভিউয়ে এটি ভালো অবস্হানে আছে।

তবুও এর প্লাস পয়েন্টগুলো আবার বলছি: ১। মেমোরি ইউসেজ খুবই কম। ২। রিয়েল-টাইম আপডেট: অটোমেটিক্যালি আপডেট হয় ৩। স্প্যাম ব্লকে খুবই কার্যকরী ৪।

ডাটা থেফট প্রিভানশান: বেশ কার্যকরী ৫। প্যারেন্টাল কন্ট্রোল: আমাদের জন্য তেমন কাজের না; ৬। সর্বোপরি যে বিষয়টি, তা হলো, আপনি পাবেন ১ বছরের ফ্রি লাইসেন্স। আপনাকে যা যা করতে হবে: ধাপ ১: নিচের লিংক থেকে ইন্সটলারটা ডাউনলোড করতে হবে যা ৫০.৫ মেগাবাইট Trend Micro Titanium Internet Security 2011 ধাপ ২: জিপ ফাইলটা উইনজিপ বা অনুরূপ সফট দিয়ে এক্সট্রাক্ট করে নিন। ধাপ ৩: ইন্সটলেশন দিলে চাইনিজ ভাষার বক্স ওপেন হবে যা দেখতে নিচের ছবির মতো: ছবিতে দেখানো এই বক্সের নিচের ডান দিকে লালগোল চিহ্নিত স্হানে ক্লিক করুন।

ধাপ ৪: এবার নিচের ছবির মতো নতুন বক্স আসবে বামের বোতামে ক্লিক করুন। ধাপ ৫: এবার ইন্সটলেশন শেষের মেসেজ আসবে ডানের বাটন ক্লিক করলে বক্স ক্লোজ হবে। ধাপ ৬: এবারের অংশটা একটু ট্রিকি। এই পর্বে আমরা ভাষা পরিবর্তন করবো। আপনাকে নিচের ছবির মতো করে, সিস্টেম ট্রেতে রাইট ক্লিক করে প্রোগ্রামটাকে বন্ধ করতে হবে।

ভয় পাবার কিছু নেই, আপনি ইচ্ছা করলে ইন্টারনেট কানেকশন অফ করে দিতে পারেন। ধাপ ৭: এবার আপনাকে প্রোগ্রাম ফাইলে রক্ষিত UIProfile.cfg ফাইলটা খুজে বের করতে হবে যা নিচের পাথে পাবেন: CProgram Files>Trend Micro>UniClient>UiFrmwrk ধাপ ৮: সবশেষে ভাষা পরিবর্তনের জন্য UIProfile.cfg ফাইলটাকে নোটপ্যাড দিয়ে ওপেন করে, ৭৫ এবং ৮৫ তম লাইনে ZH-CN কথাটাকি EN-US দিয়ে রিপ্লেস করে সেভ করুন। নিচের ছবির মতো হবে। খেয়াল করবেন, এক্সটেনশন যেন একই থাকে (UIProfile.cfg) এবং UIProfile.cfg.txt নয়। কম্পিউটার রিসার্ট করুন, দেখবেন চাইনিজ ভার্সন ইংলিশ হয়ে গেছে।

আপডেট করে নিয়ে নিশ্চিন্তে ব্যবহার করুন এক বছর।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.