আমাদের কথা খুঁজে নিন

   

ধর্মীয় প্রতিষ্ঠান সমূহ স্বীয় মৌলিকত্ব বজায় রেখে অন্যান্য জ্ঞান অর্জন করা অপরিহার্য-----সঞ্জিব চৌধুরী

আমার বাংলা বর্ণলিপি পাঠ এভাবেই শুরু। একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। সৈয়দা মারহামা

ইসলাম সর্বাধুনিক ধর্ম হওয়া সত্ত্বেও বর্তমান বিশ্বে মুসলমানরা বিপন্ন। মুসলমানরা স্বীয় ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার দরুন আজ তারা বিভিন্ন জাতি-গোষ্ঠি ও রাষ্ট্রের আগ্রাসনের শিকার। অথচ তাদের স্বর্ণালী অতীত মানব- ইতিহাসের এক অনুপম আদর্শ ছিল।

ধর্মচর্চা, জ্ঞান-বিজ্ঞান, চিন্তা-চেতনা ও সাহিত্য-সংস্কৃতির দিক দিয়ে তারা শুধু অগ্রসরই ছিলনা বরং অন্যদের রাহবার ছিল। এখনও ধর্মীয় প্রতিষ্ঠান সমূহ স্বীয় মৌলিকত্ব বজায় রেখে জ্ঞানের শাখা প্রশাখায় এগিয়ে আসলে তাদের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার অবশ্যই সম্ভব। আর এটা বর্তমান সময়ের অপরিহার্য্য দাবী। গতকাল ১৮/০৪/১১ সোমবার বেলা এগারোটার সময় সিলেটস্থ জামিআ সিদ্দিকিয়ার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আমার দেশের সহকারী সম্পাদক জনাব সঞ্জিব চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন আজকের শিক্ষার্থীরা আগামী দিনের কর্ণধার।

আগামীতে তারাই সমাজ ও রাষ্ট্র পরিচালনা করবে। তাই শিক্ষার্থীদের উচিত সঠিক জ্ঞানার্জনের পথে নিজেকে নিবেদিত করা। তবেই তাদের মাধ্যমে দেশ ও জাতি সামনের দিকে এগিয়ে যাবে। জামিআর পরিচালক মাওঃ এনামুল হক নোমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও গবেষক সৈয়দ মবনু। সভাপতি তার বক্তব্যে বলেন, লেখা-পড়া করে শুধু ডিগ্রী অর্জন করলেই হবে না সাথে সাথে চিন্তার পরিধি বাড়াতে হবে।

গভীরভাবে চিন্তা করতে হবে। আর এ জন্য প্রয়োজন জ্ঞান অর্জন। আর জ্ঞান অর্জনের জন্য পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য বই পড়তে হবে। প্রচুর পড়া-শোনাই মানুষের মনের দুয়ার খুলে দেয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মীর ফয়সল আলী, জসিম হেলাল প্রমূখ।

সভা শেষে প্রশ্নোত্তর অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.