আমাদের কথা খুঁজে নিন

   

বায়ার্নকে হারিয়ে সুপার কাপ ডর্টমুন্ডের

শনিবার চ্যাম্পিয়নস লিগ ও বুন্দেস লিগা চ্যাম্পিয়নদের হারিয়ে ডর্টমুন্ডকে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলতে দুই গোল করেছেন র্মার্কো রিয়াস। গোলরক্ষকের ভুলে খেলা শুরুর ছয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোলটি শোধ করেন আরিয়ান রোবেন। কিন্তু এর পরই একের পর এক আক্রমণ চালিয়ে যায় ডর্টমুন্ড। ব্রায়ানের ড্যনিয়েল ফন বুয়েটেন নিজের জালে বল জড়িয়ে দিলে আবার এগিয়ে যায় ডর্টমুন্ড।

একটু পরেই ব্যবধান বাড়ান ইলকে গুনদোগান।
আরেক গোল করে রোবেন ব্যবধান কমালেও ৮৬ মিনিটে রিয়াসও দ্বিতীয় গোল করে ডর্টমুন্ডের জয় নিশ্চিত করেন।
ডর্টমুন্ডের সিগনাল ইডুনা স্টেডিয়ামে ৮০ হাজার দর্শকের উপস্থিতিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হারের মধুর প্রতিশোধও নিয়ে নিল তারা।
এ ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি ব্রায়ানের উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরি ও গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। ডর্টমুন্ড থেকে আনা মারিও গোটশেকেও চোটের কারণে খেলাননি গার্দিওলা।


নতুন কোচ গার্দিওলার অধীনে প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচগুলোতে দুর্বার খেলছিল বায়ার্ন। ক'দিন আগেই বার্সেলোনাকে তারা হারিয়েছিল ২-০ গোলে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।