আমাদের কথা খুঁজে নিন

   

সম্প্রতি দেখে ভালে লেগেছে এইরকম ৩ টি মুভি

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে

কাজের চাপে মুভি দেখার মত সময় বের করা খুব দুরুহ হয়ে পড়েছে...দেখাও হয় কম তাই ইদানিং...ফাক-ফোকর দিয়ে যে কয়টা দেখি তার মধ্যে গড়পড়তা মুভিই বেশি থাকে...৩ টি মুভির নাম দিলাম যা দেখে ভালো লেগেছে। স্পেনিশ মুভি El secreto de sus ojos (The Secret in Their Eyes-2009 ) এর কাহিনী এক সদ্য অবসরে যাওয়া লিগ্যাল কাউন্সিলরকে নিয়ে। ২০ বছর আগে ঘটে যাওয়া এক অমিমাংসিত খুনের ঘটনা নিয়ে অবসরে বই লেখার পরিকল্পনা করেন তিনি। সেই খুনের ঘটনা সাথে তার ব্যাক্তিজীবনের নানা টানপোড়নের কাহিনী নিয়ে এই চমৎকার ড্রামা-থ্রিলার। নন হলিউডি বেশির ভাগ মুভিতেই যত্নের ছাপ থাকে--অভিনয় এবং দৃশ্যায়নে।

এটিও তার ব্যতিক্রম নয়। কাউন্সিলর চরিত্রে রিকার্ডো ডারিন চমৎকার অভিনয় করেছেন। ছবিটির শেষে একটা ফিল গুড অনুভূতি হয়...আমরা আমাদের জীবনটাকে শোধরাতে পারি... স্টেজভ্যু টরেন্ট বেলজিয়ামের পরিচালক জ্যাকো ভন ডরমায়েলের চমৎকার জটিল প্লটের মুভি Mr. Nobody (2009) । একবার দেখে এর কাহিনী পুরো বোঝা দুঃসাধ্য হওয়ার কথা। মুভিটির মূল কাহিনী আবর্তিত হয় ১১৮ বছর বয়স্ক এক বৃদ্ব মিঃ নোবডি (নিমোর) শৈশব-কৈশোর-যৌবনের নানা ঘটনা প্রবাহ নিয়ে।

জীবনের এক একটি সিদ্ধান্ত কিভাবে আমাদের সারা জীবনকে পাল্টে দেয়, প‌্যারাল্যাল ইউনিভার্স, ভবিষৎ দর্শন এবং ভবিৎষতের পৃথিবী নানা বিষয়ে এসেছে এই মুভিটিতে। স্টেজভ্যু টরেন্ট মূলতঃ নিকোলাজ কেজ আছে বলেই দেখতে বসেছিলাম Matchstick Men (2003) । কিন্তু মুভিটা বেশ ভালো...মজার এবং কাহিনীতে টুইস্ট আছে। মুভিতে কেজ এখন কনম্যান। মানুষের কাছ থেকে ধান্দা করে টাকা মারিং করে।

সেই সাথে আছে তার নানা রকম ফোবিয়া। হঠাৎ করেই তার জীবনে উদয় হয় তার ১৪ বছর বয়স্ক টিনেজ মেয়ে। এরপরই কাহিনীর নানা জটিলতা শুরু হয়। মুভিটির অনলাইন লিংক খুব একটা সহজলভ্য নয়। মেগাআপলোড এবং অল্প সীডের টরেন্টের দুটো লিংক দিলাম।

মেগাআপলোড টরেন্ট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.