আমাদের কথা খুঁজে নিন

   

আমাকে কাঁদতে হয়

আমি সেই নক্ষত্রের অপেক্ষায় থাকব চিরকাল

নাসির আহমাদ রাসেল শ্রাবনের অশ্রু এবং প্রিয়হারা হৃদয়ের কান্নায় কোন অস্পষ্টতা খুঁজে পাইনা আমি। কেননা- শ্রাবন আসলেই আমাকে কাঁদতে হয়। বৃষ্টি ঝরা রাতে সে, ফিরে আসে আমার বুকের গভীরে; নতুন অলিঙ্গনে আমি তার আত্মা হয়ে যাই। আমি ‘নগ্ন’ তাকে জড়িয়ে ধরি, পরম উষ্ণতায়। তার সুগন্ধি সিক্ত এলো কেশ আমাকে মমতা দেয়।

তার সুঢৌল স্তন আমাকে কোমলতা দেয়। তার ওষ্ঠে ও জিহ্বায় আমার স্পর্শ আমাকে জাগ্রত করে । আর আমি ক্রমশ আবৃত হই তার বাহু বন্ধনে, উষ্ণ যোনীর ভেতর অথৈ সমুদ্রে আমি মাঝি..............। তারপর সে ছুটে যায় স্বপ্ন ভেঙ্গে যায়, আমার বাদল ঝরা রাত্রির স্বপ্ন। তাইতো আমাকে কাঁদতে হয় শ্রাবনের বৃষ্টি আসলেই।

৮ আগষ্ট-২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.