আমাদের কথা খুঁজে নিন

   

আঁধার জুড়ে বৃষ্টি ছায়া লিখে যাক আরেক টি বিষাদী কবিতা !

ানা ভাঙ্গা পাখির দল তোমার আর আমার হারিয়ে যাবার সাক্ষী ! আমি তো হারিয়ে যাবো ঠিক ই ।। অজানা অহংকারে , মিছে দাম্ভিকতায় আর অর্থহীন জেদে ! ডানাভাঙ্গা পাখিরা ঠিক ই মনে রাখবে ! শুহুরে বাতাসে নেই উপেক্ষার ছাপ ! কাল্পনিক কিছু স্বপ্ন ঘিরে ধীরে ধীরে বিলীন হয়ে যাবার থেকে স্বপ্ন গুলোকে গলা টিপে মেরে ফেলাই কি উত্তম নয় ?? স্বপ্নের সাথে কিছু সম্পর্ক , যা আপাত দৃষ্টিতে নিতান্তই অর্থহীন ! স্বপ্নের সাথে কফিনে ঢুকে পড়বে একরাশ শব্দগুচ্ছ ! ওরা ওখানে ছটপট করতে থাকবে কেউ দেখবেনা ! তাতে অতি উত্তম একটা ব্যাপার হয়ে যাবে ...কিছু শব্দের বলিদান বিনিময়ে বেচে থাকা জেদের পিঞ্জিরা ছাড়া ! হিম বাতাস, আঁধারে বৃষ্টি ছায়া , জেগে থাকা শুন্যতা কাল্পনিক স্বপ্নের দলে আশা জগানীয়া ! রাত্রিক্লান্ত শব্দের দল ক্লান্ত পাখির ডানায় ভর করে উড়ে যেতে চায় কফিন টার বা পাশ দিয়ে ! শব্দযন্ত্রণার মুক্তি সেতো নিষঙ্গ চিলের ডানায় ভর করা যন্ত্রণা ! ক্লান্ত পথিক তাই জেগে থাকা বৃষ্টি ফোটায় মিলিয়ে দেয় না বলা শত কথা ! এখন গভীর রাত , বাতসে হীম শিতলতা , প্রকৃতিতে ভেজা মগ্নতা ! সহস্র বছরের শব্দের দল এখন জলকণায় মিশে একাকার ! শুন্য উপত্যকার মুক্ত পাখি হয়ে শব্দেরা এখন উড়ে বেড়াবে রাত্রি জুড়ে ! বৃষ্টিভেজা ক্লান্ত রাত আর তার সঙ্গী কত শত কথা ! জাগতিক মোহের আহ্বান আর মৃত স্বপ্নের উচ্ছাসে রাতের বৃষ্টিতে এক প্রচ্ছন্ন মায়া ছড়িয়ে অর্থহীণ সম্পর্কের অপমৃত্যু ! এখন গভীর রাত , কি অদ্ভুত আঁধারের বৃষ্টি কিবা আঁধারের নগ্নতায় বিষাদের ছাপ নেই ! ধীর , স্থির , কল্পনা শক্তি হারিয়ে যায় আঁধারে ! হুট করে মনে হয় কি হবে কথাগুলো শুন্যে ভাসিয়ে দিয়ে , অর্থহীন সম্পর্কের সাথে গলাটিপে মেরে ফেলি হাওয়ায় উড়তে থাকা চিল টাকে ! ডানা টাকে পুড়িয়ে দেই অভিমানের ভস্মে ! কথাগুলো বন্দী থাক সেই কফিনে ! কেউ যদি শুনতেই চায় তবে কফিন খুললেই মুক্ত পাখি হয়ে তাকে গান শুনাবে ! বৃষ্টিরাতের গান , আঁধারের কান্নার গান কিংবা কাল্পনিক কোন সুখের কবিতা ! রাত্রিক্লান্ত পথিক তাই হাওয়ায় নয় কফিনেই পেরেক ঠুকে শেষ পেরেক টি , যাত্রা টা তবে না বলাই হোক ! নিঃশব্দ বিদায় ই শ্রেয় ! তাতে কাঠিন্য চোখে পড়েনা , নিজের মত করে উপসংহার টেনে ম্লান হাসিতে চোখ বন্ধ করে দেয়া যায় ! আজ রাত জুড়ে বৃষ্টি পড়ুক ! জলকণা পথিকের ক্লান্তিতে ভর করুক , স্নিগ্ধ হোক নৈঃশব্দিক পদচারণা ! আবার একদিন জোছনা হবে , জোছনার আগুনে ফেটে পড়বে কফিন , মুক্ত পাখি খুঁজে নেবে গন্তব্য ! তাই উত্তম ! বৃষ্টিভেজা রাতে অপেক্ষা জোছনার ... জোছনায় তুমি কাঁদবে , কোন এক বৃষ্টিরাতে ক্লান্ত এক গল্প হাসবে ! আজ তবে জলমগ্নতা চলতেই থাকুক ! আঁধার জুড়ে বৃষ্টি ছায়া লিখে যাক আরেক টি বিষাদী কবিতা ! উৎসর্গঃ একজন আরমান , কাল্পনিক_ভালোবাসা , আমিনুর রহমান , আশিক মাসুম , কান্ডারী অথর্ব , কুনোব্যাঙ ! কিছু অসাধারণ মানুষ ! অ টঃ পোষ্ট দেয়ার কোন ইচ্ছা ছিলনা , সামুতে অনেক দিন পর লগইন করতে পেরে খুশিতে কিছু একটা পোষ্ট করার জেদ চাপলো ! তাই আবোল তাবোল লিখলাম !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।