আমাদের কথা খুঁজে নিন

   

এটাও কি সম্ভব ,,,,,,,!!!!!!!!! আর কত ধোকা দেবে বোকা মানুষ গুলোকে

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)

বাংলাদেশে এমন গল্প তো রুপ কথাকেও হার মানায় ......!!!! পার্শবর্তী ভারত যেখানে এখনও এই জিনিসের কথা চিন্তাই করতে পারে নি এত উন্নত টাকা পয়সাওয়ালা শক্তিশালী অর্থনীতির দেশ হয়েও ..... সেখানে আমাদের বাংলাদেশের আম্রকাননের নিচে হা করে বসে থাকা ম্যাংগো পাবলিকদের মানে আমাদের এমন স্বপ্ন দেখিয়ে আর কত ফায়দা লুটবে এসব কোম্পানী ..???? ধুর আসল কথাই তো কইতে মনে নাই...... টেলিভিশনে অ্যাডভারটাইজমেন্ট দেখার সময় একটা শব্দ কালে গেল....। " বাংলাদেশের প্রথম ফাস্টেস্ট ৪জি নেটওয়ার্ক বাংলালায়ন ওয়াইম্যাক্স এখন মাত্র ৯৯৯ টাকায় " বিশ্বাস হচ্ছিলো না ,,, তাই ওদের ওখানে গিয়ে দেখলাম .........। কিন্তু কথা হইলো বাংলাদেশকে কি ২জি নেটওয়ার্কের আওতায়ও গননা করা যায় ?? দেশে নেট সার্ভিসের যে হাল ....!!!!!! বিষয় সেটা নয় .... বিষয় হলো এখনও ৩জি ইন্টারনেটই যেখানে চালু হলো না সেখানে ৪জি নেটওয়ার্ক কেমনে আনলো ঐ কম্পানি ....। আর কত দিন সামনে মুলা ঝুলাইয়া দিয়া এরা কার্য হাসিল করিবে অর্থ বাগাইবে আমাদের মত গাধা প্রজাতির ম্যাংগো পাবলিকদের কাছ থেকে ??? ভাই ভুল হইলে কইয়েন ..সাথে মাফ ও কইরা দিয়েন ..... আমি কিন্তু সত্যিই জানি না বাংলাদেশে ৪জি ইন্টারনেট চালু আছে বা এধরনের নেটওয়ার্ক বাংলাদেশে চালু হইছে কি না .....!!!!!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।