আমাদের কথা খুঁজে নিন

   

দিনাজপুর শিক্ষাবোর্ডে ৮৪ কর্মচারী নিয়োগ

হাইকোর্টের নির্দেশের পর রোববার এদের হাতে নিয়োগপত্র তুলে দেয়া হয় বলে জানান বোর্ডের সচিব আব্দুল মজিদ।
আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৬ সালের অক্টোবরে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে ১০৯ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী দিন-হাজিরা ভিত্তিতে (মাস্টাররোল) কাজ করে আসছিলেন। কর্মচারীরা স্থায়ী নিয়োগ বিষয়ে হাইকোর্টে মামলা দায়ের করায় আদালত স্থায়ী নিয়োগের আদেশ দেয়।
আদেশের পর ৮৪ জন কর্মচারী স্থায়ী নিয়োগপত্র নিয়ে স্ব-স্ব পদে যোগদান করেন।
বোর্ড সচিব আরো জানান, ১০৯ জনের মধ্যে ২৪ জনের বয়স কাজে যোগদানের তারিখে ৩০ বছরের বেশি হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের মতামতের প্রেক্ষিতে বোর্ড কর্তৃপক্ষ তাদেরকে স্থায়ী নিয়োগপত্র দেয়নি।
এই ২৪ জন সুপ্রিম কোর্টের আপিল করেছেন বলেও জানান তিনি।
স্থায়ী নিয়োগ পাওয়া কর্মচারী মাসুদ আলম জানান, “হাইকোর্টের নির্দেশনা মোতাবেক নিয়োগ পেয়েছি। আমরা খুশি।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.