আমাদের কথা খুঁজে নিন

   

দিনাজপুর হাসপাতালে অস্ত্রোপচার বন্ধ

মঙ্গলবার সকাল থেকে অপারেশন থিয়েটারের কর্মচারীরা কাজ বন্ধ করে দেয়ায় এ অবস্থা সৃষ্টি হয়।
অপারেশন থিয়েটারের কর্মচারী দিলিপ কুমার, আনোয়ার হোসেন ও তুষার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভবিষ্যতে নিয়োগের আশায় গত বছর মেডিকেল কলেজ হাসপাতাল চালুর পর থেকে তারা মাস্টাররোলে কাজ করছেন।
অথচ তাদের নিয়োগ না দিয়ে বাইরে থেকে লোক নিয়োগ দেয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদেই কাজ বন্ধ করে দিয়েছেন বলে জানান তারা।
হাসপাতালের পরিচালক আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  হাসপাতালের বিভিন্ন বিভাগে ৪৬ জন কর্মচারীকে নিয়োগ দেয়া হয়েছে।


“অপারেশন থিয়েটারে দীর্ঘ দিন ধরে কর্মরত ১৩ কর্মচারীর নিয়োগ হয়নি। তারা নিয়োগের দাবিতে কাজ বন্ধ করে দিয়েছেন। ফলে ওটির কার্যক্রম বন্ধ রয়েছে। ”
এ অবস্থায় অপারেশনের রোগীদের রংপুর মেডিকেলে পাঠিয়ে দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
এছাড়া পরিস্থিতি সামাল দিতে নিয়োগ-বঞ্চিত কর্মচারীদের সঙ্গে কথা বলা হচ্ছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.