আমাদের কথা খুঁজে নিন

   

ইউনিকোড এন্ট্রি দেয়া বিষয়ক কোডিং হেলপ দরকার - রিপোষ্ট

আজব রং ফকিরি সাধা সোহাগিনী সাঁই। ও তার চুপিসারি ফকিরি ভেক কে বুঝিবে রাই।।

আমি আমার নিজের জন্য একটা ওয়েব বেইজড অ্যাপ্লিকেশনে বাংলা ও ইংরেজী টেক্সট ইনপুট দিতে চাচ্ছি। এটাতে ফোনেটিক, ইংরেজী, ইউনিজয় ও বিজয় -য়ে ইনপুট দিতে চাই। ফ্রন্ট এন্ড পেইজে php থেকে mysql ডাটাবেইজে এন্ট্রি হবে। কারো কাছে কি এই ইনপুট দেয়ার কোডটুকু আছে যেটা আমাকে দিতে পারবেন। সামহোয়ার এর পেইজ থেকে আমি এটা নিতে পারি কিন্তু এতে আমাকে প্রচুর খাটুনি করতে হবে এক্সাক্ট কোডটুকু বাছাই করতে। দয়া করে কেউ যদি সাহায্য করতেন, খুব উপকার হতো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।