আমাদের কথা খুঁজে নিন

   

বালের ইউনিকোড

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।



বহুত দিন ধইর‌্যা হুনি ইউনিকোড ইউনিকোড। এতদিন কোন পাত্তা দেই নাই। পাত্তা দিয়া কি লাভ? বিনা পয়সায় দুই নাম্বারী উইন্ডোজ ব্যবহার কইর‌্যা আসতেছি। কতজন আমারে কতকিছু হুনাইলো তারপরও উইন্ডোজ ছাড়ি নাই। দিনভর ভাইরাস, এডওয়্যার দিয়া আমার গোয়া মারলেও ক্ষতি নাই, দিন শেষে আমি খুশি মনে বাড়ি ফিরি।

এখন আইছে আমারে ইউনিকোডের গুণগান হুনাইতে। আমারে পোলাপাইন পাইছে মনে লয়। জব্বার মিঞারে দেখি আবার অনেক আঁতেল খুব অপছন্দ করে। আরে বাপ জব্বার মিঞা না থাকলে বাংলা কম্পিউটিং আজ কোথায় গিয়া ঠেকতো? জব্বার মিঞা আছিলো বইল্যা এই বালের ইউনিকোড আসতে আরেট্টু দেরী হইল। জয়তু জব্বার।

ইউনিকোড আইলে নাকি সার্চ করার সুবিধা। আরে বাল সার্চ কইর‌্যা আমি কি করুম? তারচে আমার হাতড়াইয়া খুঁইজ্যা বাইর করাই ভাল। আর দুনিয়ায় আমি সব কিছু গুগল সার্চ মাইর‌্যা বার করতে পারি, কিন্তু আমারটা সার্চ কইর‌্যা বাইর করার কোন কাম নাই। আমার জব্বার মিঞার বঙ্গ ভাষাই ভাল। হুনছি ইউনিকোড হইলে নাকি দুনিয়ার সব লোক লেখা দেখতে পাইবো।

আরে বাল সবার দেইখ্যা হইবো টা কি? বাংলায় আমি থোড়াই মেইল করুম। থোড়াই কেয়ার করি আমি অন্য কারো। জব্বার মিঞার বাংলাই ভাল, খালি মাঝে মইদ্যে এট্টু আধটু ফন্টের ঝামেলা করতে হয়। ইউনিকোড হইলে নাকি সফটওয়্যার গুলা বাংলায় করা সম্ভব হইব। তাতে বাল আমার কি? চাইনা এই বালের ইউনিকোড।

আমি ভাই আম-জনতা, দিনভর গোয়ামারা খাই তবু দিন শেষে জব্বার মিঞার বাংলারে সালাম জানাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।