আমাদের কথা খুঁজে নিন

   

সেই যে আমার নানা রংএর দিনগুলি

ভালমানুষ হওয়ার ইচ্ছা পারব কিনা জানিনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পূর্বে শুনছিলাম এখানকার ক্যাম্পাস যতটা সুন্দর মানুষগুলো ততই অসুন্দর তাই চান্স পাওয়ার পর কিছুটা দ্বিধাদ্বন্দ নিয়ে ভর্তি হলাম অসম্ভব সুন্দর এই ক্যাম্পাসে। প্রথম দিন এসেই ভয়ে ভয়ে ছিলাম কারন বন্ধুদের কাছে শুনেছিলাম বড় ভাইরা শুধু RAG দেয়। প্রথম ধরাটা খাইলাম হলে উঠেই,তখনও আমার হল কোনটা জানিনা তাই উঠেছিলাম ভাসানী হলে পরিচিত এক বড় ভাইএর রূমে । রূমে ঢুকতেই চমক শুরু হয়ে গেল এক বড় ভাই বললেন-কি আমাদের কি ধনচ্যা মনে হয়?আমি কথার মানে কিছুই বুঝতে পারলাম না। পরে বুঝলাম সালাম দিতে মনে নাই তাই ঝাড়িটা খাইলাম এবং ব্যাপারটা যুক্তিযুক্তই মনে হলো কারন অপরিচিত একটা রূমে সিনিয়রদের সালাম দেওয়ায় উচিত।

এরপর গনরূমে গেলাম এখানে সাধারনত নতুন ব্যাচের ছাত্রদের কয়েক মাস থাকা লাগে কারন সিট সংকট। এটা একটা আজব জায়গা যে না থাকছে সে এর মর্ম বুঝতে পারবে না কারন বাংলাদেশের প্রায় সব অন্চলের মানুষ একসাথে একই রূমে থাকার ফলে পুরা বাংলাদেশ সম্পর্কে একটা ধারনা পাওয়া যায়। রাত ১০টার দিকে কয়েকজন বড়ভাই এসে ভাল ভাল উপদেশ দিতে লাগলেন,কেউ আবার কোন বিশেষদলের নামধারী হিসাবে নিজেদের পরিচিত করে দিয়ে বিশেষ ব্যক্তির গুনগান গাইতে গাইতে নিজেকে চামচা হিসেবে জাহির করলেন। এরই মাঝে হঠাৎ একজন ছাত্রকে হলের নাম জিঞ্জেস করাতে বলে উঠল ভাসানী হল আর যায় কোথায় সাথে সাথেই রাম ঝাড়ি কারন সে হলের সঠিক নাম বলতে পারে নাই হলের নাম হবে মাওলানা ভাসানী হল। এভাবেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার প্রথম রাত কাটল।

পরবর্তীতে অবশ্য আরো অনেক ঘটনা ঘটেছে কিন্তু তার অধিকাংশ মজার এই যেমন রাত জেগে সারা ক্যাম্পাস ঘুরে বেড়ানো,রাতের বেলা কাঠাল বাগান থেকে কাঠাল পাড়া,মুক্তমঞ্চে দলবেধে নাটক দেখা আরো কতো কি!আসলে বলতে যেটা বুঝায় সেটা আর এখন হয় না এখন যা হয় তা নিছক মজা ছাড়া আর কিছু নয়। সত্যিই ক্যাম্পাসের মানুষ আর অপরূপ সৌন্দর্য সবকিছু মিলে অপূর্ব এক ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সবার আমন্ত্রন রইলো । আসলে RAG বলতে যেটা বুঝায় সেটা আর এখন হয় না এখন যা হয় তা নিছক মজা ছাড়া আর কিছু নয়। সত্যিই ক্যাম্পাসের মানুষ আর অপরূপ সৌন্দর্য সবকিছু মিলে অপূর্ব এক ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

সবার আমন্ত্রন রইলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।