আমাদের কথা খুঁজে নিন

   

টাইম মেশিন আবিস্কার ( জানবেন নাকি ভবিষ্যৎ )?

সময় এবং আমি ,আমার জন্য অপেক্ষা করে।

সম্প্রিতি তেহরান গবেষক কি না কি,,ও টাইম মেশিন আবিস্কার করেছেন, তার নাম আলি রাযেহি। এটা টাইম travelling মেশিন নামে রেজিস্টার করা। ইউজার এটা টাচ করলেই এটা তার ভবিষ্যৎ প্রিন্ট করে দেবে। এটা ৫ থেকে ৮ বছর এর ভবিষ্যৎ বলে দেবে।

এবং এটা নাকি ৯৮ % সঠিক ফলাফল দেয়। তিনি বলেন তিনি নাকি এর পিছেনে ১০ বছর দিয়েছেন। ( আমি হইলে এক মিনিট ও দিতাম না। ) এটা পারসনাল কম্পিউটার এর এর বক্স এ ফিট হয়ে যাবে। এটা আপনাকে ভবিষ্যৎ এ নিয়ে যাবে না।

ভবিষ্যৎ আপনার কাছে নিয়ে আসবে। গবেষক বলেছেন , এই প্রোজেক্ট টা আমাদের ধর্মের বিপক্ষে নয়। তিনি আর বলেন, এটা মঞ্চে দেখানো হচ্ছে না কারন যদি এটা দেখানও হয় তবে চাইনিয রা এটা নকল করবে এবং এটা সবার অনেক বেশি উৎপাদন করবে। এটার অপ ব্যবহার হতে পারে। তবে অনেকের মতে।

এটা নাকি মিথা। আমেরিকা অবশ্য এটা এখন মেনে নিতে চায় না। অনেক ব্লগে এর বিপক্ষে লেখা হচ্ছে। তবে এখন এই টাইম মেশিন সত্য না মিথ্যা তা তো সময় প্রমাণ করবে। আশা করি সবাই এটার জন্য অপেক্ষা করছে।

আমি নিজেও/। কি জানি কি দেখা যায়। Click This Link time-machine.html

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.