আমাদের কথা খুঁজে নিন

   

নাইটিং ড্যান্স

বাংলাদেশকে একটি সৃজনশীল জাতি হিসাবে দেখতে চাই।

বাংলার পথঘাট ঘুরে কখনো ইচ্ছা করে জীবনানন্দ দাশের মতো ‘বাংলার মুখ’ কবিতাটি নতুন করে লেখার। সে কী শক্তি আছে জীবনানন্দ দাশ হয়ে উঠা! আবার ভাবি— নাই হোক জীবনানন্দ দাশের কবিতার মতো হবে তো কোন একটা কবিতা কিংবা অ—কবিতা ভালো লাগা কিংবা না—ভালো লাগা। আবার কখনো কখনো মনের মধ্যে খেলা করে জীবনানন্দ দাশের সময়ে কী এমন ছিল—এত রক্ত, এত খুন, এত দোলাদোলি এত অস্ত্র, এত ধর্ষণ কিংবা এত ছাত্রীর উত্তত্তের তাজা তাজা পত্রিকা ভরা খবর। জানি না; তবে জানি শান্তি ছিল বনলতার মতো ভালোবাসা ছিল আসমানির মতো দু:খ ছিল প্রীতিলতার মতো সাহসী কণ্ঠ ছিল হাজী দানেশের মতো মানব ছিল। এখনো তো— সেই চাঁদ আছে নদী আছে কলা বাগান আছে ফুলফল আছে পাখির গুঞ্জরণ আছে কচুরিপাতা, নারিকেল, পুকুরে মাছ আছে আম-জাম-কাঁঠাল-তালগাছ—সবেই তো আছে তবে কী নেই— গভীর থেকে গভীরতা নেই জীবনানন্দ দাশের আবেগ নেই আদর করে মা শিশুকে চাঁদ দেখার উচ্ছ্বাস নেই আছে শুধু্—বাণিজ্য, লালনীল দীপাবলির নাইটিং ড্যান্স। আমার আর জীবনানন্দ দাশের বাংলার মুখ কবিতাটি লেখা হলো না

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

আমাদের কথায় যা দেখা হয়েছে

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.