আমাদের কথা খুঁজে নিন

   

খ্রীস্টান পাদ্রী ও আরব শেখের গল্প ( বিশেষ করে মুসলিম ও খ্রীস্টানদের জন্য )

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন]

এক খ্রীস্টান পাদ্রী এক আরব শেখের কাছে এসে প্রতিদিন খ্রীস্ট ধর্ম প্রচার করতো। শেখকে খ্রীস্ট ধর্ম গ্রহণ করতে বলতো। প্রতিদিনই শেখ তাকে ফিরিয়ে দিত।

তো একদিন শেখ আগে থেকেই কিছু পরিকল্পনা করে রাখে পাদ্রীকে শিক্ষা দেয়ার জন্য। সে তার সহকারী একজনকে বলে যে যখনই পাদ্রী এসে আমার কাছে খ্রীস্ট ধর্ম প্রচার করবে তখন তুমি আমার কাছে এসে আমাকে চুপিচুপি কিছু বলার মতো করে অভিনয় করবে। যথারীতি পাদ্রী এসে শেখের কাছে খ্রীস্ট ধর্ম প্রচার করতে লাগলো। পাদ্রী এসে বলতে লাগলো, যীশু ঈশ্বর, তিনি এসেছিলেন আমাদের পাপ থেকে মুক্তি দিতে। তিনি ক্রশবিদ্ধ হয়ে আমাদের পাপ থেকে মুক্তি দেন।

তারপর তিনি মৃত্যুকে জয় করেন। তিনদিন পর পুনরুত্থিত হোন এবং স্বর্গে গমণ করেন। এরমধ্যে শেখের সহকারী এসে পূর্বের পরিকল্পনা মত তার কানে ফিসফিস করে কিছু বলে। সহকারীর কথা শুনে শেখ কাদঁতে লাগলেন। শেখকে কাদঁতে দেখে পাদ্রী খুবই অবাক।

পাদ্রীর মনে প্রশ্ন শেখ কাদঁছে কেন? তিনি শেখকে প্রশ্ন করতে লাগলেন, শেখ কি হয়েছে? কাদঁছেন কেন? শেখ বললেন, আপনি সহ্য করতে পারবেন না। এই দুঃসংবাদ আপনি সহ্য করতে পারবেন না। পাদ্রী আবার প্রশ্ন করেন, শেখ আবার একই উত্তর দেন। যতবারই পাদ্রী প্রশ্ন করেন, শেখ একই উত্তর দেন। শেখ যখন বুঝতে পারলেন পাদ্রী কিছুতেই ছাড়বে না তখন বললেন, একটু আগে আমার সহকারী এসে বললো যে জিবরাঈল (আঃ) ইন্তেকাল করেছেন।

এর চেয়ে দুঃসংবাদ আর কিছু হতে পারে। পাদ্রী বললেন, কি যা তা বলছেন? তিনি ফেরেশতা, তিনি ইন্তেকাল করতে পারেন না, আপনি বানিয়ে বলছেন। তখন শেখ বললেন, তাহলে আপনি আমাকে কেন বিশ্বাস করতে বলছেন ঈশ্বর ক্রশবিদ্ধ হয়েছিলেন, তিনদিন মৃত অবস্থায় ছিলেন? বিঃদ্রঃ আহমেদ দীদাত তার এক লেকচারে এই গল্পটি বলেন। এরপর আরো বেশ কয়েকজন দায়ীর কাছ থেকে এই গল্পটি শুনি। গল্পটি আমার কাছে খুবই শিক্ষণীয় মনে হয়েছে, তাই পোস্ট করলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.