আমাদের কথা খুঁজে নিন

   

বিষন্ন ভূগোল

লেখাপড়ার ফাঁকে ফাঁকে কবিতা, ছড়া, গান ও গল্প লিখি

নির্ঘুম রাতের চাদর সরিয়ে আড়মোড়া ভাঙ্গে প্রশান্ত এক ভোর নীলাম্বরী শাড়ির আঁচলে উড়ে গেল দৃষ্টির ভোমর নির্লজ্জ বাতাসে উড়ে কুমারীর শাড়ির আঁচল শুকনো চোখে চেয়ে দেখে অসহায় ভূগোল। ধুলোর পৃথিবী তার লাল ঠোঁটে পান করে রক্ত শরাব নেকড়ে-কুকুরগুলো অনায়াসে পৃথিবীকে বানায় কাবাব টাকপড়া বুড়োবুড়ি পান খেয়ে লাল ঠোঁটে জমায় আসর মাল খেয়ে টাল হয়ে যুবাদল সাজিয়ে তোলে রক্তবাসর। ক্লান্ত নিথর দেহে চোখদুটো অবিরাম স্বপ্ন সাজায় নির্ঘুম নীলাকাশ সারারাত জোৎস্নার বারি বর্ষায় চারিদিকে ধাঁধা আর সম্মুখে পা জড়িয়ে রাখে মোহিনী কুহক চোখ বুঝে তপ-জপে রত কোন সন্ন্যাস সাধক। এভাবে দিন যায় বেলা ডুবে আঁধার ঘনায় সুখদুঃখে পৃথিবীটা ভরে উঠে কানায় কানায় পৃথিবী ভাবে না তার আগামী দিনগুলো কাটবে কেমন অপয়ার আঁচল ছিড়ে পৃথিবীটা গড়ে তোলে সুখের তোরণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।