আমাদের কথা খুঁজে নিন

   

বিষন্ন মন



বিষন্ন মন - সৈয়দ নোমান আজমী আজ মনটা অমানিশার অন্ধকারে নিমজ্জিত কোন স্বজনের জন্য কিনা জানিনা কাউকেতো ভাল লাগছেনা সহ্য হচ্ছেনা তোমায় ভাবতেই কিছুটা শান্তি লাগে । মন ভাল করার জন্য তোমার চিঠি গুলো পড়ি সদ্য আসা চিঠি গুলো পড়তে পড়তে মুখস্ত হয়ে গেছে তাই পুরাতনে হাত দিতে যাই কিন্তু তাতে মন সায় দেয়না, মনটা কেমন যেন বিরহী হয়ে উঠে কেন জানিনা, হয়তো সে গুলোতে পূর্ণতা নেই, হতে পারে ভালবাসলেই এমন হয়, আবার হয়তো বা অন্য কিছু........ এখানেই ক্ষান্ত দিলাম। মন বিষন্ন হলে কোন কিছুই যেন ভাল লাগেনা এখন আমি বিষন্নতার কবিতা লিখব, না প্রেমের চিঠি লিখব, নাকি ছাদে উঠে গুণ্ গুণ্ গানে পায়চারী করব... আসলে মন স্থির না হলে কিছুই হয়ে উঠেনা বেঁচে থাকায় আর এক যন্ত্রনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।