আমাদের কথা খুঁজে নিন

   

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে একটি জোকস!!!

ভালকে সমর্থন এবং খারাপকে বর্জন করতে শিখুন ।

জিয়াউর রহমান 'প্রকৃত' মুক্তিযোদ্ধা কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বলেছেন, সেক্টর কমান্ডার থাকলেও তার সম্মুখ যুদ্ধে যাওয়ার কোনো প্রমাণ নেই। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আমু বলেন, "মুক্তিযুদ্ধে ১১ জন সেক্টর কমান্ডার ছিলেন। জিয়া তাদেরই একজন।

তিনি কোনোদিন সম্মুখযুদ্ধে অংশ নেননি। ওই যুদ্ধে সেক্টর কমান্ডারদের অনেকে আঘাত পেয়েছেন। তাই এমন কোনো প্রমাণ নেই তিনি যুদ্ধে গিয়েছেন। " বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলা শাখা এই আলোচনা সভার আয়োজন করে। একাত্তরের ২৪ মার্চ পাকিস্তানের সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাসের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য বলেন, "এই অস্ত্র বাঙালির বিরুদ্ধে ব্যবহার হবে জেনেও যিনি অস্ত্র খালাসে যান, তিনি কীভাবে দুই দিন পরেই মনে প্রাণে মুক্তিযোদ্ধা হন!" অন্যদের মধ্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা হাসান ইমাম আলোচনা সভায় অংশ নেন।

সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মিজি। আইন প্রতিমন্ত্রী স্বাধীনতার ঘোষণা নিয়ে বিএনপি'র দাবির সমালোচনা করে বলেন, "জিয়াকে আমি সত্যিকার মুক্তিযোদ্ধা হিসেবে মেনে নিতে পারি না। জিয়া ছিলেন বাইচান্স ও সুবিধাভোগী মুক্তিযোদ্ধা। "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.