আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমি মেঘে মেঘে রং ছড়াব,.......... আজ ভালবাসার রঙে তোমায় রাঙাব

রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে।

আজ অনেক ভোরে ঘুম ভাঙল। কেন এত ভোরে ঘুম ভাঙল বুঝলাম না। মনেহয় খুব অলস হয়ে গেছি। চোখ খুলে তাকাচ্ছি না।

তাকাতে ইচ্ছে করছে না। চোখ বুজেই চিন্তা করছি, ঘুম ভাঙার কারন কি? এত ভোরে তো বুয়া আসার কথা না। বাকি থাকে কথাকলির মিসকল। মিসকল দিতেই পারে। কারন আজ বাংলা নববর্ষ।

বাংলা নববর্ষ শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে। যা হোক তাও মোবাইল চেক করতে ইচ্ছে করছে না। বরং মিসকলের মানেটা ভাবতে ভাল লাগছে। ওর মিসকল মানে "আমি তোমাকে ভালবাসি"। মিসকলের মানে "আমি তোমাকে ভালবাসি" শুনলে যে কারও হাসার কথা।

পাগল বলে একটা গালি দেবার কথা। বেশ কিছু দিন আগের কথা। কি জানি কি কারণে একদিন অফিসে বসে বসে ওকে খুব মিস করছি। রুমে অন্য কলিগরা আছে। একটু ফোনে প্রেমালাপ করব তাও সম্ভব না।

ভেতরে ভেতরে খুব তেষ্টা পেল। মনে হল যদি "I love u" বলি বা "আমি তোমাকে ভালবাসি" বলি, তাহলেই যেন তেষ্টা মিটে যাবে। কিন্তু কোন উপায় দেখছি না। এদিকে আমার কথাকলিরও একই অবস্থা। রাতে ফোন দিলাম।

অনেক ক্ষণ গল্প করলাম। সব রাতে আমরা লম্বা গল্প করি না। আমাদের বিরতিহীন গল্প চলে শুধু পূর্ণিমার রাতে। ঐ দিন পূর্নিমা ছিল। বললাম, I love u না বললে তো ভাল লাগে না।

ও আমাকে বলল, ' বলবা। সমস্যা কি! ' আমি বললাম, অফিসে সেটা সম্ভব না। তখন ঝটপট বলে, তাহলে কথা শেষে একটা মিসকল দিও। আমি বুঝে নেব আমার জান আমাকে I love u বলছে। ওর এই কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল।

স্কুল পড়ুয়া মেয়েরা এসব উদভট কথা বলে। বললে মানায়। কিন্তু ওর এই বয়সে মানায় না। অবশ্য এখন নিজেই এই কাজটা করি। করে ভাল লাগে।

বিশেষ কিছু না। শুধু কথা শেষে একটা মিস কল। ব্যাস...... যাহোক পুরাতন স্মৃতি ঘাটতে ভালই লাগছে। আবার ঘুম চলে এসেছে। এরমধ্যে মোবাইলে মেসেজের রিংটন বাজল।

আর কারও না। আমার কথাকলির ম্যাসেজ। লম্বা একটা মেসেজ। নববর্ষের মেসেজ। মেসেজটা একবার পড়ে মন ভরল না।

কেন যেন উল্টে পাল্টে ৪ বার পড়লাম। লিখেছে: ছোটবেলায় একবার সিলেটে গিয়েছিলাম। এক বিকেলে চা বাগানে হাটছি। চারিদিকে সবুজ সবুজ আর সবুজ। মাঝে মাঝে এক পায়ের বন্ধু গাছগুলো দাঁড়িয়ে।

হঠাৎ একটা অচেনা পাখির ডাক। খুব মিষ্টি সুর। আমি গাছে গাছে খুঁজলাম পাখিটাকে। খুঁজলাম ভেসে আসা গানের উৎসটাকে। কিন্তু পাইনি।

সেদিনের সে ভেসে আসা সুর আজও আমাকে ভেসে নিয়ে যায়। ভাললাগায় তলিয়ে যাই। তখন খুব সুখি মনে হয় নিজেকে । ঠিক সে রকম এক গভীর ভাললাগা নিয়ে বলছি, আজ আমি মেঘে মেঘে রং ছড়াব, আজ ভালবাসার রঙে তোমায় রাঙাব। শুভ নববর্ষ ১৪১৮......



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।