আমাদের কথা খুঁজে নিন

   

নববর্ষের বাণীসমগ্র

আমি বাংলাদেশের একজন গর্বিত দালাল।

নববর্ষ তো চলে এলো। আসেন দেখি, আজকে বিভিন্ন জন কে কি রকম বাণী দেবেনঃ শেখ হাসিনাঃ ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল প্রথম নববর্ষ চালু করা। কিন্তু সম্রাট আকবর যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য আগে আগেই নববর্ষ চালু করে দিয়েছেন। এর তদন্তের জন্য আমরা অতি শীঘ্রই একটি তদন্ত কমিটি ঘতন করব’।

সাহারা খাতুনঃ ‘দেশের আইন শৃংখলা পরিস্থিতি ভালো আছে। আমি RAB কে নির্দেশ দিয়ে দিয়েছি, কাউকে সন্ত্রাসী মনে হইলেই যেন গুলি চালায়’। সকল মন্ত্রীঃ ‘আজকের এই দিনে বঙ্গবন্ধুর আদর্শে উদজীবিত হয়ে বঙ্গবন্ধু কণ্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে হবে’। খালেদা জিয়াঃ ‘এই নববর্ষে আওয়ামিলীগ একদলীয় বাকশালী সরকার কায়েম করতে চাচ্ছে। এ পথ থেকে সরে না আসলে, লাগাতার আন্দোলনের মাধ্যমে তাদের গদিচু্যত করা হবে’।

আমিনীঃ ‘এই নারী উন্নয়ন নীতিমালায় যে নববর্ষ উদযাপনের কথা বলা হয়েছে তা কুরআন বিরোধী। এর বিরুদ্ধে আমরা কালকে হরতাল ডাকছি। না...না...কালকে না, পরশুদিনও না......কালতো আঞ্জুমান আরা জলি, আর পরশু দিন পুনম পান্ডের সাথে আমার একটু ইয়ে আছে’। রাজ সোহানঃ "আমিই পুত্তুম। নববর্ষ মোবারক।

" ডিস্কো ঘোড়াঃ "শুভ নববর্ষ জানাইলাম" এহসানুল হক জসীমঃ "আ'জ ১ বৈশাখ, এই উপলক্ষে প্রধানমন্ত্রি, বিরধীদলীয় নেত্রী, পৃথক পৃথক বানিতে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন- সূত্র- কালের কন্ঠ। " আলিম আল রাজিঃ একদিনের জন্য বাঙালি হয়ে কি লাভ? আসেন পুরো বছরের জন্য বাঙালি হই। আর ফাকিস্তানি জারজরা, আজকে মুখ লুকাইবি কই? তোদের গু আজমের ফাকিস্তানি নববর্ষ তো আর এই দেশে পালন করতে পারবি না। তাইলে আনন্দ করবি কেম্নে? যা, গু আজমের সাথে গিয়া s….x কর, আনন্দ পাবি। তিনকোনাঃ ইতিহাস ঘেটে দেখেন, নববর্ষ জিনিসটা এসেছে, পাকিস্তানি আমল থেকে।

Click this link হয়রান ভাইঃ "এই বৈশাখে আপনি ইলিশ খাবেন, ইলিশ আপনাকে খাবে না। এতেই প্রমান হয় মানুষ বিবর্তনের মাধ্যমে আসেনি। বাই দা ওয়ে, শুভ নববর্ষ"। (আলিম আল রাজির সৌজন্যে)। আসিফ মহিউদ্দীনঃ ‘কই তোমাগো নবীতো নববর্ষ পালনের কথা বলে যান নাই।

তাইলে নববর্ষ পালন করেন কেন’। নাফিস ইফতেখারঃ ‘নববর্ষে কিভাবে পোস্ট দিয়ে হিট করবেন, তার উপর একখানা পুস্ট দিলাম। Click this link’ জাহাজি পোলাঃ ‘ও আইজকে নববর্ষ? আইচ্ছা যান, ত্যানা প্যাচাইয়া লাভ নাই। শুভেচ্ছা জানাইলাম’। ডেসটিনির আবুল ভাইঃ এই নববর্ষ উপলক্ষে ডেসটিনি চুল পড়া বন্ধের উপর একটি পন্য বাজারে ছাড়ছে।

ডেসটিনির সদস্য হলে এই পণ্য থেকে আপনি ১৫ বছরে ৫০ টাকা লাভ করতে পারবেন। হিসাবটা দেখেন, ১ বছরে আপনার লাভ যদি হয় ০.২ পয়সা, তাহলে ক্যাল্কুলাস করে দেখা যায়, আপনে.........’ মডুরঃ "নিতিমালা মেনে চলুন। শুভ ব্লগিং। " আর সবার শেষে আবুল হাসনাত সুজন বলেছেন, “নতুন বছরের পয়দা দিবসে আপ্নাগোরে শুভেচ্ছা। তো চলে এলো।

আসেন দেখি, আজকে বিভিন্ন জন কে কি রকম বাণী দেবেনঃ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।