আমাদের কথা খুঁজে নিন

   

নববর্ষের শুভেচ্ছা...

প্রত্যাবর্তন

'নিশি অবসান,ঐ পুরাতন বর্ষ হল গত আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও,যেখানে যে কেহ রও, ক্ষমা কর আজিকার মতো পুরাতন বছরের সাথে পুরাতন অপরাধ যত। ' ঋতু পরিক্রমায় পুরনো বছর শেষ হয়ে যায়। সেই সঙ্গে শেষ হয় বিগত দিনের জীর্ণতা ও ক্লান্তি। চৈত্রের শেষ বকুল ঝরানোর পথে বিদায় নেয় বসন্ত।

আসে পহেলা বৈশাখ। আসে নববর্ষের শুভক্ষন। এই দিনে শুভ ইচ্ছা,শয়ভ সংকল্প এবং সকল আবিলতা কাটিয়ে এগিয়ে চলার প্রেরণা নতুনভাবে আমাদের উজ্জীবিত করে। দুঃখের মধ্যেও আমরা কবির সঙ্গে কন্ঠ মেলাই - 'হে চির নতুন আজি এ দিনে প্রথম গানে জীবন আমার হয়ে উঠুক বিকশি তোমার গানে। ' নববর্ষ আসে আনন্দের পসরা নিয়ে।

এই দিনে আসুন না পুরাতন ভুলে নব আনন্দে জেগে উঠি। বন্ধু,শত্রু সবাইকে আপন করে নেই। সবাইকে নববর্ষের অজস্র শুভেচ্ছা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।