আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীতে ছাত্রলীগের দেহ ব্যবসা নিয়ে আওয়ামীলীগ ও সুশীল সমাজের প্রতিক্রিয়া

কোনো বাধাই আমাদের রুখতে পারবেনা

রাজধানীর রামপুরাতে ২০০ আবাসিক ফ্লাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা বা পতিতাবৃতি করে যাচ্ছে ছাত্রলীগ ...কিন্তু এই ব্যবসাতে ইটিভির সাংবাদিকরা হানা দেওয়ায় বাংলাদেশের সুশীল সমাজ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ...আগে দেখে নেই ইটিভির সেই রিপোর্টটি এবার পড়ুন সুশীল সমাজ ও আওয়ামী নেতারা কি প্রতিক্রিয়া জানিয়েছে .... ১) জয় : আমার কাছে তথ্য আছে ,আওয়ামীলীগের কর্মীদের আগামী নির্বাচনের আগে মানসিক ভাবে চাঙ্গা করার জন্যই পতিতাবৃতির ব্যবসা করানো হচ্ছে ২) আবুল মাল : এই রাবিশ সাংবাদিকরা ঐখানে যাওয়ার কি দরকার ছিলো ? ছাত্রলীগ এই ব্যবসা করে দেশের অর্থনীতিতে ভালো ভুমিকা রাখছে ৩) হাসিনা : দেহ ব্যবসা করে ছাত্রলীগ খাটি দেশ প্রেমিকের ভুমিকা রাখছে ৪) রোকেয়া প্রাচী : শফি হুজুরের তেতুলের থেকে ছাত্রলীগের দেহ ব্যবসা অনেক ভালো ...তেতুল নারীদেরকে নিচ থেকে শুধু নিচে নামিয়েছে ...কিন্তু ছাত্রলীগের দেহ ব্যবসা আমাদের নারী সমাজকে উন্নত করতে করতে মঙ্গলগ্রহে নিয়ে গেছে ৫) খুশি কবির : ছাত্রলীগের এই ব্যবসায় উন্নতি দেখে আমার কি যে খুশি লাগছে ..সময় শেষ না হলে আমি ও কবে যে ....... খালি আফ্চুচ ৬) কানা মিজান : ওই সাংবাদিকরা ছাত্রলীগের দেহ ব্যবসায় হানা দিয়ে সংবিধান লঙ্গন করেছে ..এবং ছাত্রলীগের ধর্ষনাধিকারের উপর তীব্র আঘাত করেছে ৭ ) নবনীতা চৌধুরী : কে কৈছিলো সাংবাদিকতায় আসতে ...কমলা সাংবাদিকতা করতে গিয়ে কত গালি শুনতে হয় .. একাত্তর টিভি বের করতে পারলে তো আমিই সিরিয়ালে থাকতাম ৮) কামরুল : নিশ্চই যুদ্বাপরাধী জামায়াত শিবির একুশে টিভির সাংবাদিকদের টাকা দিয়ে বিচার বানচালের জন্যই এই রিপোর্ট করেছে ৯) মতি : একেই বলে প্রগতিশীলতা , পারসোনার মত ভিডিও করে নাই কেন ...তাই ছাত্রলীগকে তীব্র ধিক্কার ১০) হানিফ : আওয়ামীলীগের আমলে যেমন দেশে দুর্নীতি হয় নাই , তেমনি ছাত্রলীগের দ্বারা এই কাজ হতেই পারে না ১১) মুরগী কবির : কত আশা ছিলো মুরগির বিরানি সাপ্লাই দিবো ..কিন্তু তার আগেই সাংবাদিকরা হানা দিলো ..এখন আমার মুরগির কি হবে ? ১২) সৈয়দ আশরাফ : নিশ্চয়ই এরা জামায়াত শিবির থেকে ছাত্রলীগে অনুপ্রবেশকারী মূলত এটি একটি ফান পোস্ট ..বাস্তবে কারো সাথে মিলে গেলে আমি দায়ী না ...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.