আমাদের কথা খুঁজে নিন

   

নেশাকে আটকানো কি যায়??!!


নেশার জগৎটা খুবই বিচিত্র। একবার কিছুতে নেশায় আসক্ত হলে রক্ষা নেই। নেশার মধ্যেই থাকতে হবে। পেথেডিন,হেরোইন, গাজা, ফেন্সিডিল,হালের ইয়াবা আরো কত কি নেশা। এর মধ্যে নেশাখোরদের কোনটা যদি দুস্প্রাপ্যতা দেখা দেয় বিকল্প পথ ঠিকই বের করে নেয়।

তেমনি আমারও ফেসবুক নেশায় পেয়ে বসেছিলো। অফিসের বস সহ সবাই জেনে গিয়েছিলো ফেসবুক আসক্ততার কথা। যতক্ষন কম্পিউটারের সামনে থাকা ততক্ষনই ফেসবুক ওপেন রাখা। এক কলিগতো আমাকে ফেসবুক নামে ডাকতো! জিপির মোডেম দিয়ে পিসিগুলো চলতো। এত স্লো চরম বিরক্ত! ব্যপারটা বসকে বললাম, চেঞ্জ করে ব্রডব্যান্ড কানেকশন পেয়েছি।

ইসস কি মজা ক্লিক করলে কত্ত ফাস্ট। এখন সামু'র লেখাগুলো কত ফাস্ট পড়তে পারছি। একটা কথা বলা হয়নি ব্রডব্যান্ড কানেকশনে ফেসবুক ব্লক করে দিয়েছে কোম্পানী কিন্তু তাতে কি আমি যে এখন আর ফেসবুক আসক্তিতে নেই, পুরোপুরি সামু আসিক্তি। যতক্ষন লেপটপ খোলা থাকে সামুর নেশার জগতে পরে থাকি ততক্ষন!!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।