আমাদের কথা খুঁজে নিন

   

ভাবতেছি বৈশাখী ড্রেস কেনা বাবদ বাপের কাছ থেকে টাকা নিয়ে ২টা ব্লাক মেটাল ব্রান্ডের টিশার্ট কিনবো, কি বলেন?

নিত্য খুজে বেড়াই আমি আমাকে - পৃথিবীর আর প্রতিটি মানুষের মাঝে.........

১৪ই এপ্রিল নাকি কি একটা প্রোগ্রাম আছে? জানেন নাকি ভাই? ও হ্যা । মনে পড়ছে । ওইদিন মে বি আমাদের বাংলা নববর্ষ । হুম্ম গ্রেট ! আচ্ছা সালটা কতো ভাই একটু বলবেন? অ্যানিওয়েজ, ব্যাপার না ! ওইদিন সকালে যেয়ে জেনে নিবো । ওফফ শিট ! এখনো তো বৈশাখী ড্রেস টাই কেনা হলোনা ! কালকেই যাবো নিউমার্কেট ! আর ১টা জিনিস ! ‘এসো হে বৈশাখ এসো এসো’ এই গানটার রিংটোনই তো আমি খুজি? নেট থেকে এক্ষুনি ডাউনলোড করতেছি ।

১৪ তারিখ মোবাইলের রিংটোন হিসেবে সেট করতে হবে তো । আর আমার কাছে বাংলাদেশের পতাকার সেই মাপের ১টা স্টাইলিশ এন্ড অচ্ছাম ১টা ইমেজ আছে । ১৩ তারিখ রাত ১২ টা ১ মিনিটে ফেইসবুকের প্রোফাইল পিকচারে দিবো । আর ওইদিন সকালে পান্তা ইলিশ না খাইলে কি চলে? আবার জিগ্স ! হাজার টাকা প্লেট হইলেও কিনে খাবো । পাব্লিক ডিজ্যুস ডিজ্যুস কইরা খামোখা গাইল পারে ।

১৪ তারিখ সারা দেশ দেখবে বাঙ্গালী কারে কয় । যা হোক, আমার উদ্দেশ্যে এতোক্ষনে ১০০টা গালাগালি রেডি করে বসে আছেন তাইতো? ডিজ্যুসকে যেভাবেই সংঙ্গায়িত করুন না কেন এর শেণীবিভাগ করলে আমিও হয়তো এই শ্রেণীর মধ্যে পড়বো । তাই দোষগুলা সব নিজের ঘাড়েই নিলাম । তবে ডিজ্যুস বলেন আর যাই বলেন আপনি নিজেকে কি ভাবেন সেটা আপনার ব্যাপার । আপনার মধ্যে দেশাত্ববোধের চেতনা যদি সত্যিই থাকে তো এই ব্লগ আপনার জন্য নয় ।

আর যদি ওই একটা দিনের জন্য আপনার দেশপ্রেম উথলে ওঠে তবে শুধু শুধু ওইদিন এতো হইচই করে ‘এসো হে বইশাখ এসো এসো’ আর দুই দিন পর চলে যাওয়া দিনটার কথা মনে করে ‘১ দিন বাঙ্গালী ছিলাম রে’ গান গাওয়ার কোন দরকার নেই! কারণ এসব লাফালাফি, আনুষ্ঠানিকতা দিয়ে আমার দেশ উদ্ধার হবেনা । ওর চেয়ে সেই ডিজ্যুসের সাথেই সুর মিলান, 'আচ্ছা সবই তো করবো । বাঙ্গালী সাজতে আর কি লাগে ! ফেইসবুকের গেটাপ চেইঞ্জ করলাম, মোবাইলের রিংটোন চেইঞ্জ করলাম, সকালে র‌্যালী, বৈশাখী মেলায় ঘোরার প্রিপারেশন নিলাম, পান্তা ইলিশ খেলে গা ঘিনঘিন করে তাও খাইতে রাজি হলাম! শুধুমাত্র বৈশাখী ড্রেসটা কি কোনভাবে বাদ দেওয়া যায়? এটা তো ১দিন পর ফেলে দিতে হবে । ভাবতেছি বৈশাখী ড্রেস কেনা বাবদ বাপের কাছ থেকে টাকা নিয়ে ২টা ব্লাক মেটাল ব্রান্ডের টিশার্ট কিনবো, কি বলেন?'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.