আমাদের কথা খুঁজে নিন

   

ভাবতেছি পদ্মার পাড়েই চলে যাব

...ফেলে আসা দিন তার মিছে মনে হয়...

কয়েকদিন যাবৎ ই ভাবতেছি চলেই যাই । আর না থাকি । থেকেই বা কি হবে? তারচেয়ে নতুন জায়গা, নতুন পরিবেশ । পদ্মার পাড়ে নদীর কাছ ঘেষে । ভিটে বাড়ি, বসতি ।

শেষ ভরসা । এখানে তো কিচ্ছু হচ্ছে না, দেখি ওখানে গিয়ে কিছু হয় নাকি !! কি আর কহিবো দুঃখের ও কথা!! ইলিশ, আহা ইলিশ । । ইলেশের প্রতি এত টান, আহা কি টান! অন্য সব খাবার নিয়েই আমার সারাজীবনের যত যন্ত্রণা । গরু খাই তো মুরগী খাই না, শাক খাই তো ডিম খাই না .... ।

কিন্তু ইলিশ? এর মাথা থেকে লেজ- সবই আমার বেজায় প্রিয় । । বেশি কিছু না, মাত্র ৩ পিস । হ্যাঁ, মাত্র তিন পিস ইলিশ, সাথে ৩টা কাঁচামরিচ আর একটু পেঁয়াজ (দেশী) । ব্যস হয়ে গেলো ইলিশ রে একদিন না দেখলে আমার আর খাওয়া হয় না, আর ক্ষুধার রাজ্যে ঘুমের কোন জায়গা নেই ।

হুমম ... যত ঝামেলা এই ইলিশ বেটা কে নিয়েই । । আজকাল বাজারের যে অবস্থা । সব কিছুতেই ভেজাল আর ভেজাল । তাজা মাছের দেখা মেলা ভার ।

হয় বরফ দেয়া নয়তো ফর্মালিন । আর পদ্মার ইলিশের দেখা মেলা মানে তো আকাশের চাঁদ পাওয়া!! তারপর যা দাম!! একে তো মাছের সংখ্যা কম তাও আবার ঝাটকা ধরে এনে ইলেশের বারটা বাজাচ্ছে । এভাবেই দিন দিন হারায় ফেলতেছি আমার প্রিয় ইলিশ পদ্মার পাড়ের মানুষেরাই যেখানে ইলিশ পায় না, সেখানে আমি তো কোন ছাঁর !!! কয়েকদিন পরে হয়তো এমন দিন আসবে যে ইলিশ আর রেঁধে খাওয়া লাগবে না, শোকেসে সাজিয়ে রাখলেই হবে । তাও সবই আমি মেনে নিলাম । কিন্তু এটা কিভাবে মানবো? প্রতিদিন কেন ইলিশ আমার বাজারে আসার আগেই দাদা দের বাজারে পৌছাঁয়? মানবো না মানবো না!!!!!!!! কেন আমার পাতে ইলিশ উঠার আগেই দাদা দের পাতে তোলা হয়??????????? জবাব আমার চাই ই চাই ...........


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.