আমাদের কথা খুঁজে নিন

   

ভাবতেছি আমিও একখান রিভিউ লিখমু নাকি

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ! হ্যা ঠিকি ধরেছেন। আইজ শুক্রবার। বাসার মধ্যে অস্থির লাগছিলো। জামাই রে কইলাম আইজকার দিনটা ইয়াদগার রাখতে চাও? পরে বাইর হইলাম। বাবুরে বলতেই লাফ দিসে।

একমাত্র হাওয়া খাওনের জায়গা পদ্মার ধার। যাইতে যাইতে ইলেট্রিকের খাম্বায় দেখি আঠা মারা চুরাবালি চলিতেছে রাজতিলকে। এইখানে কওয়া ভাল রাজশাহীতে সব সিনেমা হল গুলা ভাইঙ্গা বড় বড় দালান বানাইতেছে। শহর ছাইড়া কাঁটাখালি যাওন লাগবো। কি মুসিবত।

তারপর ও একটা চান্স নিয়া বললাম চোরাবালি দেখতে যাই চলো? জামাই কয় আরে নাহ। বাবু যাবেনা। আমি বাবুরে কানে কানে ফিসফিসায়া কইলাম বাবু মুভি দেখবা? সেতো মুভি মানেই জানে কার্টুন মুভি। এর পরে দশ মিনিট তার লাফানি ছিল দেখার মত। বাবা তাড়াতাড়ি চলো।

মুভি শেষ হয়ে যাবে। গেলাম রাস্তার টি স্টল থাইকা চা খাইলাম। টিকিট কাটলাম। মনটা পুরা ফুরফুরা। হাত ছড়ায়া উড়তে উড়তে কইতে মন চাইলো আহ বিন্দাস! ঘটনা সেটা না ঘটনা হইলো মুভি স্টার্ট করনের আগে জাতীয় পতাকা দেখাইলোনা আমার সোনার বাংলা হইলো না।

সিনেমা হলের মধ্যে বইয়া প্রযেক্টরে সিনেমা দেখলাম। এইটা কুনু লাইফ হইলো ধুর। কে জানি একজন ল্যাটপট নিয়া বইসা রইছে তারপর ক্লিকায়া ক্লিকায়া গান দিল আর তারপর সিনেমা শুরু হইলো। দূর্যোধনের রিভিউ এ টু জেড খুব্বি মনুযোগ দিয়া পড়সিলাম। সিনেমা দেখতে কুনুই প্রব হয় নাই।

সকল কথা স্পষ্ট শুনছি। পুরা সিনেমা ছিলো মারাত্মক এনজয়েবল। শেষে মনে হইসে পুরা পয়সা উসুল। আইটেম সং যখন শুরু হইলো সবাই শুরু করসে সিঠি বাজানো। বাবু দেখি আঙ্গুল মুখে ঢুকায়া নানা কসরত করতেসে।

আহা বেচারা সিঠি দিতে এখুনো শিখে নাই! আর যখন ই খুন হইতেছিলো পটাপট মুড়িমুড়কির মত। বেচারা চোখ ঢাইকা কয় নেহিইইইইইইইই! যাই হোক মোদ্দা কথা দারুন এনজয় করসি। সিনেমা শেষ হওয়া মাত্র রেদওয়ান রনির জন্য তালিও বাজাইছি। বাঁইচা থাকো বাবা তোমরাই আমাগো ফিল্ম ইন্ডাস্ট্রিরে কিছু দিবা বুঝতে পারতেছি। রিভিউ কেউ পড়তে চাইলে চোরাবালি পড়লেই হইব।

এত কষ্ট হইরা লিখতে পারুম না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.