আমাদের কথা খুঁজে নিন

   

দুঃস্বপ্ন

দুঃস্বপ্ন -যাযাবর জীবন দুঃস্বপ্নের হাত থেকে মুক্তি চাই জেগে থেকে দেখা সব দুঃস্বপ্ন; হানাহানি রাহাজানি চারিদিক জুড়ে আজ কেমন অস্থির জানি; ভাইয়ে ভাইয়ে, ভাই বোনে বাবা মা, স্বামী স্ত্রী আর সন্তানে তুচ্ছ স্বার্থ, দুটো টাকা কেঁড়ে নেয় যেন সব মানবিকতা; চাল ডাল নুন তেল আকাশ ছুঁয়েছে দাম পেটেতে ছুঁচো নাচে কোথাও নেই কোনো কাম মানুষের ঢল যেন সব শহর মুখি গ্রামেতে আজ আর কেও নয় সুখী রাজনীতির খেলা গ্রামে গঞ্জে শহরে কার ঘারে পা রেখে কে কারে মারে ঘুমন্ত মনুষ্যত্ব বিবেক ঘুমায় দুঃস্বপ্ন জেগে রয় চোখের পাতায় মানুষ আমরা মনুষ্যত্বের নেই কোনো দাম পশু সমাজে তবু মানুষের কত সম্মান। ঘুমের মাঝে দেখি আমরা নতুন দেশ গড়ার স্বপ্ন আসলে জেগে জেগে দেখি গাঁ কাটা দিয়ে ওঠা দুঃস্বপ্ন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।