আমাদের কথা খুঁজে নিন

   

দুঃস্বপ্ন

ইতিবাচক তারুেণ্য িবশ্বাসী

দুঃস্বপ্ন দেখলে আপনার কেমন লাগে ? এ প্রশ্নের জবাবে সম্ভবত প্রায় সবাই উত্তর দেবেন খুব খারাপ লাগে । কয়েকজন উত্তর দেবেন একটা বিশ্রী অনুভূতিতে পুরো দিনটাই খারাপ যায় । কিন্তু আমার উপলপ্ধিটা একটু অন্যরকম । বিশ্রী স্বপ্ন , ভয়ঙ্কর স্বপ্ন , দুঃস্বপ দেখতে বা দেখলে মোটেই খারাপ লাগে না । কারণ কোন ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখার পর যখন জেগে উঠে দেখি যে এটা স্রেফ স্বপ্ন ছিল বাস্তবে ঘটেনি তখনকার ভাললাগার সাথে তুলনীয় কোন কিছু খুঁজে পাই না ।

বাস্তবে যে ঘটেনি এটা কত বড় সুসংবাদ চিন্তা করুনতো । এই আনন্দে তো সারাদিন দেই দেই করে নাচা চাই । অনেকে বলবেন ঘটেনি কিন্তু ঘটার ইঙ্গিত । তাহলে তো আরো ভাল আগাম সর্তকতা পেলাম এখন সে অনুযায়ী পদক্ষেপ নেব । প্রতি মুহূর্তে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে আমাদের নিয়তির গতিপথ পরিবর্তন করতে পারি ।

তাই দুঃসপ্ন আমার কাছে সুস্বপ্নের মতই আখাঙ্কার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।