আমাদের কথা খুঁজে নিন

   

আইভরিকোস্টের প্রেসিডেন্ট লরা বাগবো আটক

মেঘ বলেছে যাব যাব

আইভরিকোস্টের প্রেসিডেন্ট লরা বাগবোকে তার আবিদজানের বাসভবন থেকে আটক করেছে ফরাসি বাহিনী । আটকের পরই তাকে বিরোধীদের হাতেও তুলে দেয়া হয়েছে বলে বাগবোর এক সহযোগী জানিয়েছেন। খবর বিবিসির। লরা বাগবো'র প্যারিস ভিত্তিক উপদেষ্টা তুস্যান আল্যায়ান্ট প্যারিস থেকে বার্তা সংস্থা রয়টার্সকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ্রান্সের বিশেষ বাহিনী লরা বাগবোকে তার বাসভবন থেকে আটক করে বিদ্রোহী নেতাদের হাতে তুলে দিয়েছে।

বিদ্রোহী নেতা অ্যালাসানে ওয়াতারও বাগবো'র আটক হওয়ার খবর নিশ্চিত করেছে। ওয়াতারার মুখপাত্র জানান, আটকের পরে বাগবোকে আবিদজানের গলফ হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে অ্যালাসানে ওয়াতারা অবস্থান করছে বলেও জানান ওই মুখপাত্র। তবে ফরাসি বাহিনীর হাতে বাগবোর আটক হওয়ার খবর অস্বীকার করেছে আইভরি কোস্টে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত। তিনি বলেন, আইভরি কোস্টের রিপাবলিকার বাহিনী লরা বাগবোকে আটক করে নগরির গলফ হোটেলে নিয়ে গেছে।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানায়, প্রত্যক্ষদর্শীরা ওয়াতারা বাহিনীকে বাগবোর বাসভবনে প্রবেশ করতে দেখেছে। এসময় বাইরে বাসভবনের প্রবেশ পথে সাজোয়া যান নিয়ে অপেক্ষা করছিল ফ্রান্স ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। গত নভেম্বরের নির্বাচনে অ্যালাসানে ওয়াতারা জয়ী হলেও লরা বাগবো ক্ষমতা ছাড়তে অস্বীকার করে আসছিল। এতে দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওয়াতারা ও বাগবো বাহিনীর সংঘর্ষে নিহত হয় শত শত লোক।

ক্ষমতা ছাড়তে বাগবোর এ ধুর্ততার কারণে হুমকির মুখে পড়ে আইভরিকোস্টের বেসামরিক জনগণের জীবন। জাতিসংঘ আইভরি কোস্টের বেসামরিক লোক হতাহতের জন্য বাগবো বাহিনীকে দায়ী করেছে এবং বেসামরিক জনগণের ওপর ভারি অস্ত্র ব্যবহার করায় বাগবোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ফরাসি বাহিনীকে আহবান জানিয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।