আমাদের কথা খুঁজে নিন

   

বোল্টকে অভিনব দৌড়ের চ্যালেঞ্জ ফারাহর

বিশ্বের দ্রুততম মানব বোল্টকে এই অভিনব দৌড়ের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ৫ হাজার আর ১০ হাজার মিটারের অলিম্পিক চ্যাম্পিয়ন ফারাহ। দৌড়ের জন্য বেছে নিতে বলেছেন ৬০০ বা ৮০০ মিটার।
দাতব্য সংস্থার জন্য তহবিল যোগাতে ফারাহর এই প্রস্তাবটা মনে ধরেছে বোল্টেও। বলেছেন, চ্যালেঞ্জটা ৬০০ মিটারে হলে সুবিধা হয় তার।
দুই চ্যম্পিয়ন বোল্ট আর ফারাহর মধ্যে বন্ধুত্ব অনেকদিনের।

এমনকি তাদের এজেন্টও এক। লন্ডন অলিম্পিকে অবিস্মরণীয় সাফল্যের পর দুই ক্রীড়াবিদ একসঙ্গে ক্যামেরার সামনে মজার অঙ্গভংঙ্গিও করেছিলেন। তাই অ্যাথলেটিক্সের ইতিহাসে অভিনব এই দৌড় দেখলেও দেখতে পারে বিশ্ববাসী।
ডায়মন্ড লিগের লন্ডন মিটে অংশ নেয়ার পর স্কাই স্পোর্টসকে মো ফারাহ বলেন, "তার (বোল্ট) একটা দাতব্য সংস্থা আছে। আমারও মো ফারাহ ফাউন্ডেশন আছে।

তহবিল সংগ্রহের জন্য অ্যাথলেটিক্স ভক্তদের ভোটে নির্বাচিত একটা দূরত্বে একসঙ্গে দৌড়াতে পারলে দারুণ হবে। "
ফারাহ মনে করেন ১০০ ও ২০০ মিটারে পর পর দু'বারের অলিম্পিক চ্যাম্পিয়নের সঙ্গে দৌড়ের উপযুক্ত ক্ষেত্র হতে পারে ৬০০ থেকে ৮০০ মিটারের মধ্যে যে কোনো দূরত্ব।
বোল্টকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি তাই বলেন, "তুমি কি চ্যালেঞ্জটা নেবে? আস, তোমার এটা করতেই হবে, আস, আমরা দৌড়াই। "
এই চ্যালেঞ্জ পেয়ে পিছপা হবেন কেন বোল্ট, "আমার কাছে বিষয়টা মজারই মনে হচ্ছে। আমার জন্য এটা কষ্টকরই হবে, কিন্তু চ্যরিটি বলে কথা।

৬০০ মিটার দৌড়ানোটাই আমার জন্য ভালো হবে। "
এর আগেও অবশ্য ফারাহর ফাউন্ডেশনে সহায়তা করেছিলেন বোল্ট। লন্ডন অলিম্পিকে ১০০ মিটারের ফাইনালে পরা জুতোজোড়া দান করেছিলেন তিনি।
আগেও এ ধরণের চ্যালেঞ্জ পেয়েছিলেন বোল্ট। লন্ডনে ৮০০ মিটার দৌড়ে রেকর্ড গড়া ডেভিড রুডিশা ১০০ ও ২০০ মিটারে বিশ্বরেকর্ডের মালিককে চ্যালেঞ্জ জানিয়েছিলেন ৪০০ মিটারে।

তবে শেষ পর্যন্ত তা আর আর দেখা হয়নি বিশ্ববাসীর।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।