আমাদের কথা খুঁজে নিন

   

বোল্টকে চ্যালেঞ্জ এক স্কুল ছাত্রের!

খুব স্বাভাবিকভাবেই দৌড় শুরু করলো স্কুল ছাত্রটি। আর দৌড় শেষে প্রথম স্থানে নাম লেখা হয়েছিল তারই। কিন্তু সেই স্কুল ছাত্রের দৌড়ের সময় দেখতে গিয়েই চক্ষু চরকগাছ আয়োজকদের। এই ছেলে যে ছাপিয়ে গিয়েছেন বোল্টকে সেটা বিশ্বাস করতে বেশ খানিকটা সময় নিলেন তারা। কুইন্সল্যান্ডের গাললাফার এখন থাকেন নিউ সাউথ ওয়েলশে।

এখনও কোনও প্রতিযোগিতায় দ্বিতীয় হয়নি এই ছেলে। ২০১৬ রিও ডি জেনেইরো অলিম্পিকের ট্রায়ালে ডাকা হয়েছে ১৪ বছরের জেমসকে।

তবে কি বোল্ট সাম্রাজ্যে থাবা বসাতে চলেছেন জেমস গাললাফর? ১৪ বছর বয়সী এই অজি স্কুলছাত্র কিছুদিন আগেই ২০০ মিটার মাত্র ২১.৭৩ সেকেন্ডে অতিক্রম করে এক নতুন রেকর্ড গড়েছেন। ১৪ বছর বয়সে উসেইন বোল্টের এই দূরত্ব অতিক্রম করতে গ্যালাফরের থেকে ০.০৮ সেকেন্ড বেশি সময় লেগেছিল।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলশের বালক গত সপ্তাহের শেষে এই নতুন বিশ্বরেকর্ড গড়ে প্রচারের আলোয় উঠে এসেছেন।

ইতিমধ্যেই বোল্টের রেকর্ড ভেঙ্গে প্রচারের আলোয় আসা এই অজি ক্রীড়াবিদকে ঘিরে বিশ্বে নতুন জল্পনা, তবে কি বোল্ট যুগের অবসান আসন্ন? 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।