আমাদের কথা খুঁজে নিন

   

অস্কার !অস্কার !!অস্কার !!!



অস্কার পুরষ্কার !!!! সে আবার কি? আমাদের চলচ্চিত্র দিয়ে !! বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল কিন্তু বলছেন আমরা অস্কার পাব। চলুন পড়ে দেখি তার বক্তব্যঃ: এফডিসি এখন এফডিসি নাই, এটা একটা গোডাউন হয়ে গেছে। ফিল্ম ডেভেলমেন্ট কর্পোরেশন না হয়ে ফেইলর ডেভেলপমেন্ট কর্পোরেশন হয়ে গেছে। এফডিসিতে কিছু নেই। এফডিসির চেয়ে ফুটপাতের পাশের একটি স্টুডিওতে অনেক বেশী কিছু আছে।

এখানে ক্যামেরা নেই, লাইট নেই, ট্রলি নেই, ভালো কোন মেশিন নেই, সবকিছু জোড়া-তালি দিয়ে করতে হয়। ডাবিং পাওয়া যায় না, ডাবিং করতে গেলে সেই ষাট বছর আগের সাদাকালো উপায়েই করতে হয়, সবকিছুর পরও সম্পাদনা করা যায় না। কোন রকমে জোড়া-তালি দিয়ে করছি, ছবি কেটে লুক বানিয়ে ডাবিং করছি। আমি মনে করি এফডিসি'কে ভিত্তি করে যদি কোন ছবি তৈরি করা হয় তাহলে ঐ ছবি অস্কার পাবে। আমি গ্যারান্টি দিচ্ছি যে আমি তৈরি করলে অস্কার পাবোই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।