আমাদের কথা খুঁজে নিন

   

অস্কার পেতে যাওয়া হার্ট লকার কেন অস্কার পাবে বুঝতে পারছিনা, কেউ কি সাহায্য করবেন?

সব ক'টা জানালা খুলে দাওনা...
অস্কার নমিনেশন পাওয়া নিয়ে বিডি আইডলের একটা পোস্ট পাবার পর ১০ টার মধ্যে এভাতার, হার্ট লকার, আপ, ইনগ্লোরিয়াস বাস্টার্ড, ডিস্ট্রিক্ট নাইন এই ক'টি মুভি দেখেছি। ভালো লেগেছে সব কটি'ই কিন্তু এখন অস্কারের অন্তিম লগ্নে এসে যখন লড়াই চলছে এভাতার আর হার্ট লকারের মধ্যে তখন আমি ঠিক বুঝতে পারছিনা হার্ট লকারকে নিয়ে ঠিক কেন এত মাতামতি হচ্ছে। কাহিনী ইরাক যুদ্ধ নিয়ে...অনেক ছবি হয়েছে এ প্রেক্ষাপটে নতুন কিছু পাইনি আমি...এমন না যে আমি বিরাট সিনেমা বোদ্ধা...কিন্তু এটাকে আমার গতবারের স্লায়মডগ মিলেনিয়ারের মতই লাগছে...মানে কেন এ ছবিটি অস্কারের দৌরে এভাতারের সাথে সমানে লড়ছে ঠিক বুঝতে পারছিনা। ছবির পরিচালক একজন মহিলা তাও আবার ক্যামেরনের প্রাক্তন স্ত্রী...এটা কি তার লাইম লাইটে আসার একটা কারণ? জানিনা... এর থেকে বরং ইনগ্লোরিয়াস বাস্টার্ড ভালো লেগেছে আমার কাছে... যাক আমি মুভি বোদ্ধাদের অভিমত চাইছি...আমাকে একটু বোঝান হার্ট লকারের মহাত্ম্য।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।