আমাদের কথা খুঁজে নিন

   

হত্যা মামলার ৫ আসামি খালাস

ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ সোমবার এই রায় দেয়।
নিম্ন আদালতে ফাঁসির আদেশ পাওয়া মো. আলিফ ইসলাম ওরফে মিলুকে খালাস দিয়েছে হাই কোর্ট।
এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া হাদি ওরফে আব্দুল হাদি, আশেকুজ্জামান ওরফে সজীব মণ্ডল, মো. বাপ্পী, আলম ওরফে নূর আলমকেও খালাস দেয়া হয়েছে।
আদালতে মিলুর পক্ষে শুনানি করেন খবির উদ্দিন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খোরশেদুল আলম।


মামলার বিবরণে বলা হয়, বগুড়া সদরের শেখপাড়ার বাসিন্দা সাইফুল ইসলাম ২০০৬ সালের ৩০ অক্টোবর খুন হন। ওইদিন তার স্ত্রী মো. আনজু আরা একটি মামলা করেন।
মামলার এজাহারে বাদি অভিযোগ করেন, আসামিরা তার স্বামীর মালিকানাধীন বাড়ির ভাড়াটিয়াদের কাছে ভাড়া দাবি করেন। বাড়ির মালিক সাইফুল ইসলাম এ বিষয়ে থানায় জিডি করলে আসামিরা তাকে ডেকে নিয়ে মারধর করে। ওইদিনই হাসপাতালে তার মৃত্যু হয়।


অভিযোগপত্রভুক্ত আট আসামির মধ্যে পাঁচজন বিচারিক আদালতে দণ্ডিত হন। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ এটিএম মেসবাহউদ্দৌলা ২০০৮ সালের ৩ এপ্রিল ওই রায় দেন।
তবে জাকির, সোহেল ও আপেল নামে তিনজনকে খালাস দেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.