আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামে এরকম যদু মধু কদুর গনহারে সবাইরে হত্যা করা জায়েজ, এর হত্যা করলে পুণ্য হবে এই ঘোষণা দেয়ার অথরিটি দেয়া নাই। এর জন্য আদালাত আছে, কাজী আছে। আমি আপনি না।

আমার সাধ না মিটিল, আশা না পুরাল, সকলে ছাড়িয়া যায় মা

বাংলাদেশের পুলিশ চাইলে কোন দাগী আসামি বা ভয়ানক কোন ব্যাক্তির মাথার দাম ৫০০০০০ টাকা ঘোষণা দিয়ে তাকে ধরিয়ে দেবার জন্য অনুরোধ করতে পারে। আমি আর আপনি পারিনা। সেই দাগী আসামি/ভয়ানক ব্যাক্তি যদি আমার সামনেই ক্রাইম টা করে তবু আমি সেই ঘোষণা দিতে পারিনা। কারন আমার সেই অথরিটি নাই। বাংলাদেশ রাষ্ট্র আমাকে সেই অথরীটি কাউকে দেয়নাই।


বাংলাদেশে খেলাফত নাই, ইসলামী সরকার ব্যাবস্থাও নাই।
কোন ইসলামিক রাস্ট্রে কেও যদি আল্লাহ ও তার রাসুল কে অবমাননা করে কিছু বলে তবে সেইটার কি ব্যাবস্থা হবে সেই সিধান্ত হবে ইসলামী আইন অনুযায়ী এবং সিধান্ত নিবে আদালাতে নিজুক্ত কাজী। যদি তাকে ধরিয়ে দিন টাইপ ঘোষণা দিতে হয় সেটা দিবেন কাজী, আমি আপনি আম জনতা সেইটা দিতে পারিনা। সেই অথরিটি ইসলাম দেয়না। যদি দিতো তাইলে একটু খারাপ হিসাবে পরিচিত কাউকে ব্যাক্তিগত দন্দের জের ধরে কেও খুন করে দিয়ে বলতো " ও রাসুলের নামে খারাপ কথা বলছে ।

আর এই হাদিস অনুসারে আমি তারে খুন করতে পারি"।
পুরা সমাজ ব্যাবস্থায় একটা বিশৃঙ্খলতা আসতো আর ভাল মতই জানেন বিশৃঙ্খলতাকে ইসলামে কত কঠিন ভাবে দেখা হয়।
পারভেজ আলম যদি মহানবীর অবমাননা করে থাকে তার শাস্তি কি হবে,সেই সিদ্ধান্ত বাংলাদেশের আইন অনুযায়ী হবে। আদালাত আছে, মামলা করে। কিন্তু আমরা কেও এই ফতোয়া দিতে পারিনা যে তারে হত্যা করে জায়েজ, তারে হত্যা করলে পুণ্য হবে।


ইসলামে এরকম যদু মধু কদুর গনহারে সবাইরে হত্যা করা জায়েজ, এর হত্যা করলে পুণ্য হবে এই ঘোষণা দেয়ার অথরিটি দেয়া নাই। এর জন্য আদালাত আছে, কাজী আছে। আমি আপনি না।

যে দেশে শরিয়াহ আইন নাই (ভাগ্যিস এই দেশে নাই, নাইলে যে হারে চুরি,দুর্নীতি আর ইসলামের আইন কানুন নিজের হাতে নিয়ে মানুষ খুন করার ফতোয়া দেই তাতে আমাদের পিঠের চামড়া থাকতো না) সে দেশে থেকে আপনি কেও যদি আল্লাহ ও তার রাসুলদের অবমাননা করে তাহলে আপনি সর্বনিম্ন যেটা করতে পারেন সেটা হলে তাকে এড়িয়ে চলতে পারেন আর সরবচ্চ যেটা করতে পারেন সেটা হলো চটি পড়া আর ফেসবুকে এসে আরব সেক্সের পেজ খোজার দিকে টাইম না দিয়ে জ্ঞান অর্জনে সময় ব্যয় করে নিজেকে তৈরি করা তাদের যুক্তির বিরুদ্ধে যুক্তি দিয়ে লড়াই করার জন্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।