আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ খান মিষ্টু আর নেই



বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি প্রবীন সাংবাদিক আব্দুর রউফ খান মিষ্টু আর নেই। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ৩ পুত্র, ভাই বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার সকাল ১১টায় মরহুমের ছোটদেশ গ্রামের নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্টিত হবে।

আশির দশকে সিলেটের প্রাচীন যুগভেরী পত্রিকার বিয়ানীবাজার সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা শুরু হয়। পরবর্তী সময়ে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি দিলে সেখানে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা পত্রিকায় কাজ করেন। আব্দুর রউফ খান মিষ্টু বিয়ানীবাজার প্রেসক্লাব এর অন্যতম প্রতিষ্টাতা ও প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। প্রবীন সাংবাদিক আব্দুর রউফ খান মিষ্টুর মৃত্যুর সংবাদ বিয়ানীবাজারের এসে পৌছালে তার দীর্ঘ দিনের সহকর্মী, বন্ধু বান্ধব, আত্মীয়-স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বিয়ানীবাজার প্রেসক্লাব ও বিয়ানীবাজার রিপোর্টার ইউনিটির নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মীরা মরহুমের বাড়িতে ছুটে যান। আব্দুর রউফ খান মিষ্টু কমিউনিষ্ট পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন। নিউ ইয়র্কে থাকা কালে তিনি ঘাতক দালাল নির্মুল কমিটি গঠন করেন। ব্যক্তি জীবনে সদালাপী, সৎ এবং নির্ভীক এই সাংবাদিক অসাম্প্রদায়িক সমাজ গঠনে কাজ করেছেন। তিনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যসহ বিভিন্ন প্রশাসনিক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি মুক্তিযুদ্ধে বিয়ানীবাজার সংগঠকদের কথা, মরহুম সাংবাদিক আব্দুল বাছিত রচনা সমগ্র ও স্মারক গ্রন্থ সম্পাদনা করেন। শোক প্রকাশ এদিকে আব্দুর রউফ খান মিষ্টুর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সিলেট জেলা জাসদে সাধারণ সম্পাদক লোকমান আহমদ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুমা চক্রবর্ত্তী, ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পল্ল¬ব, আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাছিব মনিয়া, সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, বিএনপি সভাপতি আব্দুল মতলিব, সাধারণ সম্পাদক নজমুল হোসেন পুতুল, বিয়ানীবাজার জাসদের সাধারণ সম্পাদক জামাল আহমদ শেরুজ্জামান, জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুস ছালাম, বিয়ানীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মালীক ফারুক, সাধারণ সম্পাদক আতাউর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ জাফরী, সাবেক সাধারণ সম্পাদক কবি ফজলুল হক শোক প্রকাশ করেছেন ॥ ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।