আমাদের কথা খুঁজে নিন

   

চৈতন্য



বয়স বাড়ছে। তুমি যদি বল কমছে তাতেও আপত্তি করবনা। তর্ক করার একদম মুড নেই আমার। বেড়ে বা কমে যেভাবেই হোক ঠিক বয়সে পৌছে যাওয়াটাই আসল কথা। মোট কথা হ'ল কথায়, আচার-ব্যবহারে এবং চিন্তায় বয়সের সংগে মানানসই থাকতে পারছি কিনা। নাকি বুড়িয়ে যাবার ভয়ে হাঁটা দিয়েছি একদম উল্টোপথে? উল্টোপথকেই আবার ঠিক পথ বলে ভ্রম হ'চ্ছে নাতো? কি জানিরে বাবা, আজকাল মাঝে মাঝেই গা ছমছম করে চেনা পথ-ঘাটও মাঝে মাঝে অচেনা ঠেকে। কেমন যেন ভয় হয় আমিও হারিয়ে যেতে পারি ভুলপথে। ভয় পাই দায়িত্ব-কর্তব্যগুলি বেমালুম আমিও ভুলে যেতে পারি। তাই,তাই খানিকটা চোখ-কান বুঝে পথ চলি সাবধানে প্রলোভনের সম্ভাব্য গর্তগুলি সযতনে এড়িয়ে যেতে চেষ্টা করি একে একে। তবু ভয় এড়াতে পারলামতো সব সম্ভাব্য পতন? নাকি এখনো সন্ধানে আছি অচেতনে কবে কোথায় খানিকটা পতন সুখ জোটে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।