আমাদের কথা খুঁজে নিন

   

মডারেশনের দৃষ্টি আকর্ষনঃ সামুর অবস্থান কোন দিকে, এগুলো কি ভাল লেখক তৈরিতে জন্য সহায়ক? অবস্থান পরিষ্কার করার জন্য অনুরোধ।

ভিন্য চোখে অন্য আলো

ব্লগ লেখক তৈরিতে সহায়ক ভুমিকা পালন করতে পারে। সব চেয়ে ভাল দিক, লেখক এবং পাঠকের সাথে সরাসরি যোগাযোগ হয়। তর্ক-বিতর্ক, যুক্তি,বিশ্লেষন,ভাল লাগা,মন্দ লাগা সরাসরি পাঠক করতে পারে। ফলে লেখন আরো বেশি নিজেকে সুদরে নিতে পারে। কিন্তু সামুতে এসব হচ্ছে কি?বাড়ির হাড়ি বাসনের খবর এখানে লিখে পোস্ট দেয়া হয়।

প্রতি দিন এতো বেশি পোস্ট আসে যে একটা পোস্ট আঘা ঘন্টাও প্রথম পেজে থাকে না। যার দরুন ভাল লিখাও পাঠকের অগচরে রয়ে যায়। কমান্ড আসে কম। চোখে না পরলে আসবে বা কি করে? এটা কি সামুর মডারেটের ব্যার্থতা? একই পোস্ট দুবার থাকে। কেউ কেউ লিংক ধড়িয়ে দেয় অন্য ব্লগের।

যা কাম্য হতে পারেনা। গালা গালির কথা বাদই দিলাম। ফলে যারা খুব কষ্ট করে লিখেন তাদের মনে কষ্টে সীমা থাকে না। একটা লিখার পেছনে এক একজন লেখকের প্রচুর শ্রম, মেধা,সময় ব্যয় করতে হয়। যার পুরটাই জলে যায় এসব হালকা ধাসের লিখায়।

হ্যা, ভাল,মন্দ লিখা থাকবে,লিখতে লিখতে সংশোধন হবে,কিন্তু কারো বাড়ির হাড়ি বাসনের খবর নিশ্চয়ী লেখক বানাবে না। ্প্রসঙ্গ বা বিষয় কি সেটা দেখা মডারেটের দ্বায়িত্ব। আমি নতুন ব্লগার। আমার কথা গুলোয় কতটা কর্তিপক্ষ এবং ব্লগাদের টনক নড়বে জানিনা। আর যারা এমন হালকা এবং গুরুত্ব হিন লিখা দেন তাদের যে কিছু যায় আসবে তা ভাল করে জানি।

কারন তাহলে অন্যান্য ভাল লেখকদের মুল্য দিয়ে এখন পোস্ট দিতেন না। এমন পোস্ট আসতে থাকায় সামু কর্তিপক্ষও যে সস্তিতে আছে তা বোধ করিনা। আশা করবো এ ব্যাপারে ব্লগারদের সচেতন করার উদ্যগ নিবে মডারেশন কর্তিপক্ষ। ছবি দিতে পারিনা বলে ডকুমেন্ট গুলো দিতে পারলাম না।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.