আমাদের কথা খুঁজে নিন

   

মডারেশনের পদ্ধতিতে পরিবর্তন আনা যায় কি?



এখানে আমি একেবারেই নতুন...ধরতে গেলে এটাই আমার প্রথম পোস্ট...আজ এখানে এসে মনে হলো খুব পুরানো বিতর্কের নতুন পরিণতি দেখলাম...আস্তিকতা নাস্তিকতার কথা বলছি না..বরং এর আড়ালে আরেকটা যে বিতর্ক বা অভিযোগ ছিল সেটা হচ্ছে মডারেসন সংক্রান্ত...কিভাবে হওয়া উচিত মডারেসন? শুধু মডারেটর দের উপর নির্ভর করে? এখানে আরেকটা বিসয় আমার কাছে বিবেচনা করা উচিত বলে মনে হয়..সামুতে প্রথম পাতায় পোস্ট থাকে খুব কম সময়..ফলে প্রতিটাতে ২/৩ টা কমেন্ট বা যোগ বিয়োগ পরে কিনতু দুইটা বিসয় ই পরিবর্তন করা যায় যদি মডারেশনের ভার কি ব্লগারদের উপরে ছেড়ে দেয়া যায়...এটা কি সমভব নয়? রিপোর্ট বা মাইনাস দেয়ার মাধ্যমে ব্লগেররাই ঠিক করুক কোন পোস্ট থাকবে কোনটা থাকবে না...সবচেয়ে জনপ্রিয় কোন পোস্ট হবে বা প্রথম পাতায় বেশিক্ষণ থাকবে...মেনে নিতে হবে যাদের সংখ্যার জোর বেশি ব্লগের চেহারা সেরকমই হবে...যদি নাস্তিক বেশি থাকে তো ব্লগ নাস্তিক হবে....যদি গালিবাজ বেশি থাকে তো ব্লগ গালিবাজ হবে...কিনতু চাইলে ব্লগের দের প্রভাবিত করে কোনো একটা মতে পৌছানো যাবে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.