আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলোর কমেন্ট মডারেশনের নীতিমালা কী কী???

আজ আসিফ নজরুল স্যারের একটা কলাম ছাপা হয়েছে প্রথম আলোতে। Click This Link সেখানে আমি কমেন্টে লিখেছিলাম, স্যার বরাবরের মতোই অসাধারন। আপনার লেখার একটা লাইন অন্যরকম গুরুত্বের দাবী রাখে। "এই রাষ্ট্রে খুনের আসামি হাইকোর্টের বিচারক হন, শততম ধর্ষণ উদ্যাপনকারী বিশ্ববিদ্যালয়ে চাকরি পান,..." জাবির সেঞ্চুরিয়ান মানিকের মতো শুয়ার কিভাবে বিশ্ববিদ্যালয়ে চাকরি পায়? মানিক ও পরিমলদের মত পশুদের যদি সঠিক বিচার না হয় তবে এদেশে কোনদিন ধর্ষণ বন্ধ হবে না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এই নরপশুদের পূনর্বাসনে যারা কলকাঠী নেড়েছে-হোক সে স্বরাষ্ট্র অথবা প্রধানমন্ত্রী তাদের কোন অতি নিকটাত্মীয় যেন এর চাইতে নির্মম ধর্ষনের শিকার হয়।

প্রথম আলোর কাছে অনুরোধ মানিক কিভাবে পূনর্বাসিত হয়েছে তার উপরে একটা অনুসন্ধানী প্রতিবেদন তৈরীর। নাহলে বিশ্বজিৎ এর হত্যাকারীরাও একসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চাকরী পাবে। আমার সব লেখা ফেলে দিয়ে শুধু ছাপানো হয়েছে "স্যার বরাবরের মতোই অসাধারন। " এই একটা বাক্য। আমার বাকী কথাগুলোর মধ্যে এমন কি আছে যা ছাপানোর যোগ্য নয় বা প্রথম আলোর নীতিমালা লংঘন করে।

অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম আলো পরিমলকে সমর্থন দিয়েছিল। কি কারণে জানি না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.