আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকাবিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রাতের ঘুম হারাম ..................



রাতের ঘুম হারাম হয়ে গেছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকাবিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের । আপনি ভাবতে পারেন ক্যারিয়ার বা চাকুরী বা পড়াশোনার চিন্তায় , কিংবা অনেকে হয়তো ভাবতে পারেন মনের মত প্রেমিকের চিন্তায়। ক্যারিয়ার ? পড়াশোনায়? প্রেম? না আসলে তা এমন কোন কম জরুরী বা চিন্তায় না, তাহল কি সে চিন্তা ?? বলা যায় বেঁচে থাকার চিন্তায় ...............মানুষ বেঁচে থাকতে হলে যেমন দরকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, ঠিক তেমনি অতি প্রয়োজনীয় যে ব্যাপারটি তা হল পরিমিত ঘুম । সারা রাত পড়াশোনা করে যখন বিছানায় যায় তখন আর ঘুম হয় না কেননা সেই মামা চাচার কাছ থেকে ঐতিহ্যগত ভাবে সবাই সবকিছু পেলেও ঢাকাবিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীরা পেয়েছে বিছানায় ছারপোকা । তাই হলে থাকা মানে ছারপোকাকে আলিঙ্গন করতেই হবে ।

তাইতো ঢাকাবিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছে সবচেয়ে যে ব্যাপারটি নাড়া দেয় তা হল, একটু শান্তির ঘুম। তাইতো রাতে শান্তির ঘুম অনেকটা অমাব্যাসার চাঁদ এর মত । এর প্রতিরোধের জন্য অনেকে বেডের উপর প্লাষ্টিক দিয়ে কিছুটা শান্তির ঘুম প্রত্যাশা করলেও, অনেকে পিঠের নিচে প্লাষ্টিক অস্বস্তিবোধ করায় ছারপোকার নির্মম নির্যাতন থেকে রেহাই পাওয়ার কোন পথ খুজে পায়না, তাইতো তাদের(ছারপোকা) অবলিলায় দিতে হচ্ছে ব্যাগ-ব্যাগ রক্ত। কেউ বা আবার কিছুদিন পর পর বেড পোড়ানোর ব্যবস্থা করে কিছুটা মুক্তি পেলেও শেষ রক্ষা হয় না , ৩ বা ৪ দিন পরে আবার ও মামা বাড়ির আবদার ছারপোকাদের রক্ত দিতে হবে । এত কষ্টে রাত যাপন করলেও তাতে কর্তৃপক্ষের কোন মাথা ব্যথা নেই ।

তারা তো হলে থাকেন না, থাকেন বাসভবন, টাওয়ার ভবন এর মত জায়গায় যেখানে ছারপোকা তো দূরের কথা খারাপ চিন্তার মানুষ ও যেতে পারে না। তাহলে কে চিন্তা করবে এই মেধাবী ছাত্র-ছাত্রীদের????????????? এর প্রতিকার হিসেবে তেমন কিছু না করতে চাইলেও কর্তৃপক্ষ ইচ্ছা করলেই বেডের উপরের অংশ যদি কাঠের পরিবর্তে লোহা দিয়ে বাঁধানো যায় , তাহলে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে । একদিন ভালো ঘুম না হলে যেখানে সারাদিন ভালোভাবে কাটে না, সেখানে বছরের পর বছর ঘুমহীন বা পর্যাপ্ত ঘুমের অভাবে কাতে প্রতিটা হলের ছাত্র-ছাত্রীদের । কে করবে এর সমাধান ?????????????????????????? আমি , তুমি না কর্তৃপক্ষ চাইলেই পারে এর আশু সমধানের পথ খুজতে । (উপরে বেড পোড়ানোর ছবি শহীদুল্লাহ হলের এক্স-২ , নিচে রাতে ঘুম আসতে না পেরে দিনে ক্লাশ ফাকি দিয়ে ঘুমানোর চেষ্টা, কেননা ছারপোকা দিনে একটু কম কামরায় ,আরো কিছু দৃশ্য ফেলে রাখা কম্বল, বেড)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।